`বিরল` সূর্যগ্রহণ! কলকাতা-সহ রাজ্যের কোথায় কোথায় কখন দেখা যাবে, রইল সময়সূচি
গ্রহণ নিয়ে রবিবার সকাল থেকেই মানুষের মধ্যে উত্তেজনার শেষ নেই। কখন কোথায় কতক্ষণ দেখতে পারবেন গ্রহণ জেনে নিন এখনই। বিজ্ঞান ও প্রযুক্তিমেলার পশ্চিমবঙ্গে সূর্য গ্রহণের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
কলকাতায় সকাল ১০.৪৬ মিনিট থেকে দুপুর ২.১৭ মিনিটপর্যন্ত সূর্যগ্রহণ দেখা যাবে।
মেদিনীপুরে সকাল ১০.৪৩ থেকে দুপুর ২.১৪ মিনিট পর্যন্ত গ্রহণ দেখা যাবে। মুর্শিদাবাদে সকাল ১০.৪৭ মিনিট থেকে দুপুর ২.১৭ মিনিট পর্যন্ত গ্রহণ দেখা যাবে।
শিলিগুড়িতে সকাল ১০.৪৭ মিনিট থেকে দুপুর ২.১৬ মিনিট গ্রহণ দেখা যাবে। মালদা সকাল ১০.৪৬ থেকে দুপুর ২.১৭ মিনিট পর্যন্ত গ্রহণ দেখা যাবে।
রায়গঞ্জ সকাল ১০.৪৬ থেকে দুপুর ২.১৬ মিনিট পর্যন্ত গ্রহণ দেখা যাবে। কোচবিহার সকাল ১০.৫০ থেকে দুপুর ২.১৯ মিনিট পর্যন্ত গ্রহণ দেখা যাবে।
অবশ্য সবটাই নির্ভর করছে আবহাওয়া কেমন থাকে, আকাশ আদৌ মেঘলা থাকবে কিনা, তার ওপর।