Rash Purnima: জেনে নিন কবে রাসপূর্ণিমা, কখন শুরু শুভসময়, কী এই রাসের বিশেষ অর্থ-তাৎপর্য...

Soumitra Sen Sat, 25 Nov 2023-5:46 pm,

শ্রীকৃষ্ণের এই রাসলীলা তাঁর গোপিনীদের সঙ্গে। এই লীলার মধ্যে দিয়ে ভক্তের চিত্তশুদ্ধি করেন ভগবান। 

শ্রীকৃষ্ণ জাগতিক ক্লেশ দূর করে এদিন মুক্তি দেন তাঁর ভক্তদের। এই উদযাপনকে কেন্দ্র করেই রাস উৎসব। 

রাসপূর্ণিমাকে কার্তিক পূর্ণিমাও বলা হয়। এই পূর্ণিমা পড়ছে আগামী ৯ অগ্রহায়ণ, ২৬ নভেম্বর। 

এই পূর্ণিমাটিতে ভগবান বিষ্ণুকে পূজা করা হয়। এই পূর্ণিমায় সত্যনারায়ণ ব্রত করা হয়। ভক্তেরা এদিন উপবাস করে নারায়ণ পুজো করেন।

জেনে নিন, কখন শুরু হচ্ছে রাস পূর্ণিমা তিথি। পূর্ণিমা শুরু হচ্ছে ৯ অগ্রহায়ণ ২৬ নভেম্বরে, রবিবার বিকেল ৩টে ৫৩ মিনিটে। 

এই তিথি শেষ হচ্ছে পরদিন সোমবার ১০ অগ্রহায়ণ ২৭ নভেম্বরে, দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ। 

এদিন সত্যনারায়ণ পুজো উপলক্ষে ঘরদোর ধোয়ামোছা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ভোর ভোর স্নান করে নেওয়াই কাম্য। তারপর সূর্যপূজা বিধি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link