Rashid Khan: রশিদ খানের জন্মদিনে সানরাইজার্সের সতীর্থরা তাঁকে দিলেন `কেক ফেসিয়াল`

Subhapam Saha Mon, 20 Sep 2021-7:41 pm,

নিজস্ব প্রতিবেদন: ২৩ বছরে পা দিলেন রশিদ খান। আফগান মহাতারকার জন্মদিন হোটেলেই সেলিব্রেট করলেন সানরাইজার্স হায়দরাবাদের সতীর্থরা।

জন্মদিনে কেকের ক্রিম মুখে মাখিয়ে দেওয়া হলো রশিদের মুখে। পোশাকি ভাষায় যা  'কেক ফেসিয়াল'।

 

রশিদের জন্য ফ্র্যাঞ্চাইজি থেকে একটি বলের আকৃতির কেকই তৈরি করা হয়েছিল। যা তিনি কেটে সতীর্থদের সঙ্গে ভাগ করে নেন।

গত সপ্তাহে রশিদ স্বদেশীয় সতীর্থ মহম্মদ নবিকে নিয়েই সংযুক্ত আরব আমিরশাহিতে চলে এসেছেন। দু'জনেই হান্ড্রেড টুর্নামেন্ট খেলে এলেন। রশিদ ছিলেন দারুণ ফর্মে। বিশ্ববন্দিত স্পিনার ৮ ম্যাচে নিয়ে ছিলেন ১২ উইকেট। যুগ্মভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি।

আইপিএলের প্রথম ভাগে রশিদ দারুণ ছন্দে ছিলেন। ৭ ম্যাচে পেয়েছিলেন ১০ উইকেট। এই পর্বেও তাঁর থেকে দুরন্ত ক্রিকেটের আশায় ফ্যানেরা।

২০১৭ সাল থেকে রশিদ হায়দরাবাদের হয়েই আইপিএল খেলেছেন। এখনও ফ্র্যাঞ্চাইজি বদল করেননি তিনি।

আসন্ন টি-২০ বিশ্বকাপে রশিদকে ক্যাপ্টেন করেই দল বেছে নিয়েছিল আফগানিস্তান। কিন্তু দল ঘোষণা হওয়ার পরেই অধিনায়কত্বের পদ থেকে সরে আসেন রশিদ। তিনি জানিয়ে ছিলেন যে, দলগঠনের সময় তাঁর সঙ্গে আলোচনা করা হয়নি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link