Rashtrapati Bhavan: মোদী জমানায় এবার রাষ্ট্রপতি ভবনে ঐতিহাসিক দু`টি হলের নাম বদল!

Thu, 25 Jul 2024-5:42 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গণতন্ত্র মণ্ডপ আর অশোক মণ্ডপ। মোদী জমানায় এবার বদলে গেল রাষ্ট্রপতি ভবনের ঐতিহাসিক দরবার হলের নাম। বাদ গেল না অশোক হলও।

 রাষ্ট্রপতি ভবনে ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণের মতো জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় এই দরবার হলে। 

অশোক হল আসলে ছিল বলরুম বা নৃত্যশালা। এখন অবশ্য সেখানে বিভিন্ন অনুষ্ঠান হয়।

রাষ্ট্রপতি ভবনের সেই ঐতিহাসিক দুটি হলের নাম বদলে দিল মোদী সরকার। সরকারি বিবৃতিতে উল্লেখ, 'দরবার' শব্দের অর্থ কোর্ট বা শাসকদের জমায়েত। । স্বাধীনতার পর এই 'দরবার' শব্দটির আর কোনও প্রাসঙ্গিকতা নেই। কারণ, ভারত এখন গণতান্ত্রিক রাষ্ট্র। 

বিবৃতি বলা হয়েছে,  'প্রাচীনকাল থেকে ভারতীয় সমাজে গণতন্ত্রের ধারনা প্রতিষ্ঠিত। সেকারণে দরবার হল নয়, বরং গণতন্ত্র মণ্ডপ নামটিই যথার্থ'।

অশোক হলের নামে 'অশোক' শব্দটি অবশ্য থাকছে। তবে 'হলে'র বদলে এবার 'মণ্ডপ'। সরকারের বিবৃতি, 'অশোকের মূল্যবোধ অক্ষুন্ন রেখে ভাষাগত ঐক্য তুলতে ধরতে ও ইংরেজির ছোঁয়া দূর করতেই এই সিদ্ধান্ত'।

বিবৃতিতে বলা হয়েছে, 'অশোক বলতে এমন এক মানুষকে বোঝায়, যিনি সমস্ত কষ্ট থেকে মুক্ত। আবার অশোক মানে সম্রাট অশোক। যিনি ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতীক। জাতীয় পতাকায় অশোকস্তম্ভ রয়েছে। ভারতীয় সংস্কৃতিকে অশোক গাছে গুরুত্বও অপরিসীম'।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link