Snake: সোফায় বসে চা খেতে গিয়ে লাফিয়ে উঠলেন চিকিত্সক, দেখলেন ভেতরে ঘোরাফেরা করছে বিশাল সাপ

Mon, 06 Jun 2022-2:50 pm,

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বাশিলারডাঙা এলাকার বাসিন্দা ও পেশায় পশু চিকিৎসক ডাক্তার নিশীথরঞ্জন দাস। শখ করে তিনি একটি লাল রঙের দামী সোফা কিনেছিলেন। সেই সোফাতেই ঢুকে বসেছিল বিশাল সাপ।

-তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস

রবিবার ছিল জামাইষষ্ঠী। বিকেলে জামাই এসেছিল। জামাই বরণ করার আগে সেই সোফায় বসে চা খাচ্ছিলেন তিনি।  হঠাৎ তিনি অনুভব করেন তার পিঠের দিক দিয়ে খুব ঠান্ডা কিন্তু চলে যাচ্ছে। এরপর সোফা থেকে উঠে তিনি ভাল করে লক্ষ করলে দেখতে পান একটি সাপ তার সোফার ভেতর থেকে উঁকি মারছে।

তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস

 

ওই দৃশ্য দেখে শিউরে ওঠেন তিনি। বুঝতে পারেন এই সাপটিই তার পিঠের ওপর ওঠার চেষ্টা করছিল। এরপর তিনি ঘর থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দিয়ে খবর দেন ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু দাসকে।

তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস

খবর পেয়ে টিম নিয়ে ছুটে যান নন্দু দাস। এরপর নন্দুবাবুর টিম প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়েছিল যাতে সোফা না কেটে সাপটিকে বের করা যায়। কিন্তু দীর্ঘক্ষণ পরেও সাপ না বের হওয়ায় ডাক্তারবাবু বলেন আমার শখের সোফা যায় যাক। প্রয়োজনে আপনারা সোফা কেটে সাপ করুন। এরপর টিমের সদস্যরা সকলে মিলে সোফা কেটে সাপ উদ্ধার করলে হাফ ছেড়ে বাঁচে পরিবারের সকলে।

তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস

উদ্ধারের পর নন্দুবাবু বলেন, এটি একটি র‍্যাট স্নেক। নির্বিষ সাপ। সম্ভবত এই বাড়িতে ইঁদুর আছে। খাবার লোভে এই বাড়িতে ঢুকেছে। এই সাপ পরিবেশ থাকা খুব জরুরি। উদ্ধারের পর এটিকে এখন উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে।

তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link