Ratan Tata: ৩৮০০ কোটির সাম্রাজ্য! রতন টাটার এই বিপুল সম্পত্তি উত্তরাধিকার কে হতে চলেছেন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত রতন টাটা। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর, বুধবার রাতেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান। আর তারপরই যে প্রশ্নটা বার বার উঠছে যে, এবার কে হবেন রতন টাটার উত্তরসূরি? কার কাছে যাবে তাঁর ৩৮০০ কোটি টাকার সম্পত্তি?
সম্ভাব্য নাম হিসেবে প্রথম যে নাম সামনে আসছে, তা হল নোয়েল টাটা। কে এই নোয়েল টাটা? নোয়েল টাটা হচ্ছেন রতন টাটার বাবা নেভাল টাটার দ্বিতীয় স্ত্রী সিমোনের সন্তান। নোয়েল টাটা বর্তমানে বিভিন্ন টাটা কোম্পানির বোর্ডে আছেন।
যার মধ্যে রয়েছে ওয়েস্টসাইড ও জুডিয়ো প্যারেন্ট ট্রেন্ট, টাটা ইন্টারন্যাশনাল, ভোলটাস ও টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশেন। এছাড়া টাটা স্টিল ও টাইটানের ভাইস চেয়ারম্যানও তিনি। সাসেক্স ইউনিভার্সিটি থেকে স্নাতক নোয়েল টাটা ইনসেড থেকে ইন্টারন্যাশনাল এগজিকিউটিভ প্রোগ্রামের ডিগ্রি নেন।
এখন রতন টাটার মোট সম্পত্তি যার আনুমানিক মোট মূল্য প্রায় ৩৮০০ কোটি টাকা। তাঁর মোট আয়ের বড় অংশ-ই টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি, টাটা সন্সের মাধ্যমে আসত। টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান হিসাবে বার্ষিক আড়াই কোটি টাকা পারিশ্রমিক ছিল রতন টাটার।
তাঁর আয়ের মধ্যে টাটা সন্সে তাঁর যে সমস্ত ছোট ব্যক্তিগত শেয়ার রয়েছে, তার থেকে লভ্যাংশও অন্তর্ভুক্ত রয়েছে। রতন টাটার অনেক রিয়েল এস্টেট সম্পত্তিও রয়েছে। যারমধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল মুম্বাইয়ের কোলাবায় তাঁর সমুদ্রমুখী বাংলো। যার দাম ১৫০ কোটিরও বেশি।
এখন টাটা সন্সের লাভের প্রায় ৬৬% টাটা ট্রাস্টেও দান করা হয়ে থাকে। এছাড়াও ওলা এবং পেটিএম-এর মতো উল্লেখযোগ্য সংস্থাগুলি সহ বেশ কয়েকটি স্টার্টআপ এবং প্রযুক্তি সংস্থাতেও বিনিয়োগ করেছেন রতন টাটা। শিল্পোদ্যোগী রতন টাটা নতুন উদ্ভাবনী সম্ভাবনাকে সবসময় উত্সাহিত করতেন এবং তরুণ উদ্যোক্তাদের সমর্থন করতেন।