Sovan Chatterjee Birthday: `শোভনের ফোনে আমার নম্বর ব্লকড`, প্রাক্তন মেয়রের জন্মদিনে আক্ষেপ স্ত্রী রত্নার

Fri, 07 Jul 2023-2:25 pm,

প্রবীর চক্রবর্তী: মাঝখানে পাঁচটা বছর। আর তার মধ্যেই বদলে গিয়েছে পুরো ছবিটাই। ৬০-এ পা দিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায়। তবে জন্মদিনে দূর থেকেই তাঁর মঙ্গলকামনা করলেন রত্না চট্টোপাধ্যায়। 

এদিন জি ২৪ ঘণ্টাকে তিনি জানালেন, 'শোভনের ফোনে আমার, আমার ছেলে-মেয়ের নম্বর ব্লকড। তাই ইচ্ছে থাকলেও শুভেচ্ছা জানানোর উপায় নেই। তবে এদিনে ওর সুস্থতা কামনা করি। এত কর্মচঞ্চল একটা মানুষ একেবারে বাড়িতে বসে গিয়েছে। এতে ওর শরীর খারাপ না হয় এটাই কামনা করি।' 

স্মৃতি রোমন্থনে রত্নার বক্তব্য, ২০১৭ সালে শেষবার শোভনের জন্মদিন পালন করেছিলেন। তারপর থেকেই বদলে গিয়েছে সব। 

অন্যদিকে, কাছের মানুষের জন্মদিন পালনে বাড়িতেই আয়োজন করেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। 'হ্যাপি বার্থডে দুষ্টু' এই থিমেই শোভনের জন্মদিন সাজিয়েছিলেন বৈশাখী। 

জন্মদিনে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এনেছিলেন ক্রিম কালারের একটি ‘স্মাইলি’ কেক। শোভন চট্টোপাধ্যায়কে দেওয়া কেকের উপরও লেখা ছিল ‘দুষ্টু’। আসলে বৈশাখী কন্যা মহুল ও শোভন একে অপরকে ভালোবেসে ডাকে মিষ্টু ও দুষ্টু নামে। 

দু'দিন আগেই শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা নিয়ে আদালত চত্বর অশান্ত হয়ে উঠেছিল। কয়েক ঘণ্টার ব্যবধানেই অন্য মেজাজে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

তাঁদের পোশাকের রং মিলান্তি নিয়ে বহু চর্চা হয়েছে। ‘বন্ধু’র জন্মদিনেও একই রঙের পোশাক পড়েছিলেন শোভন-বৈশাখী। শোভনের পরনে ছিল গোলাপী শার্ট, আর বৈশাখী পড়েছিলেন গোলাপী রঙের সালোয়ার। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link