আপনাকে তো চাকরিটা পাইয়ে দিয়েছেন বিরাট কোহলি! অবশেষে মুখ খুললেন রবি শাস্ত্রী
নেটিজেনদের অনেকেই এমন কথা বলেন অনিল কুম্বলের বদলে ভারতীয় দলের কোচের চাকরিটা নাকি তাঁকে পাইয়ে দিয়েছেন বিরাট কোহলি!
অনিল কুম্বলের কোচিংয়ে ভারতীয় দল বিশ্ব ক্রিকেটে এক নম্বর টেস্ট দল হয়েছিল। তার পরও অনিল কুম্বলেকে চাকরি হারাতে হয়। ভারতীয় ক্রিকেট মহলের অনেকে বলেন, কুম্বলে হেডস্যর হিসাবে কড়া ছিলেন। বিরাটের দলের ক্রিকেটাররা এত কড়াকড়ি মধ্যে থাকতে চাননি। তাই কুম্বলেকে সরতে হয়। তুলনায় শাস্ত্রী হেডস্যর হিসাবে অনেক বেশি 'কুল'। ফলে মানিয়ে নিতে বিরাটদের অনেকটাই সুবিধে হয়।
তাঁকে নিয়ে ক্রিকেট সার্কিটে অনেক কথা শোনা যায়। আর সেসব কথা যে রবি শাস্ত্রীরও কানে যায় তা বোঝা গেল। আর এবার তিনি সেসব কথার উত্তর দিলেন। শাস্ত্রীর দাবি, তিনি নাকি প্রথম দফায় ভারতীয় দলের কোচের পদের জন্য আবেদনই করেননি।
বিরাটদের হেডস্যর বলছিলেন, ''আমি তখন ধারাভাষ্যকার হিসাবে কাজ করছি। প্রথমে তো জানতামই না যে ভারতীয় দলের কোচিং পদের জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। তা ছাড়া আমি তাগিদও অনুভব করিনি। প্রথম দফায় আবেদন করিনি। তার পর দ্বিতীয় দফায় ফের আবেদন চাওয়া হয়। তখন আমি ভাবত শুরু করি। মনে হল, কী হয় দেখা যাক! আবেদন করে ফেলি।''
তাঁর চাকরি পাওয়ার পিছনে বিরাটের কোনও হাত নেই। সেটাই পরোক্ষভাবে বুঝিয়ে দিতে চাইলেন শাস্ত্রী। তার পর আরও বললেন, ''গত চার-পাঁচ বছরে ভারতের এই দলটা ধারাবাহিকতার নজির গড়েছে। খেলায় হার-জিত থাকবেই। কেউ সব ম্য়াচ জিততে পারে না। কিন্তু ভারতীয় দলের পারফরম্য়ান্সে ধারাবাহিকতা বজায় রয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে সেটাই চেষ্টা করেছি।''