CAA সমর্থন করলেন রবি শাস্ত্রী, দেশবাসীকে দিলেন পরামর্শ
নাগরিক সংশোধনী আইন সমর্থন করেন বিরাট কোহলিদের হেডস্যার রবি শাস্ত্রী। এক সাক্ষাত্কারে তিনি তেমনটাই ইঙ্গিত দিলেন।
শাস্ত্রী বলেছেন, ''১৮ বছর বয়সে ভারতের হয়ে খেলার সময় থেকেই আমি ভারতীয় বলে নিজেকে মনে করি। আমাদের দলে অনেক ধর্মের ক্রিকেটার ছিল। তবে আমরা ভারতীয়। এটাই জানতাম ও মানতাম।''
তিনি অবশ্য এদিন ভারতীয়দের একটি পরামর্শও দিলেন। শাস্ত্রী বললেন, ''আপনারা একটু ধৈর্য ধরুন। কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই এই আইনের ব্যাপার গভীর কোনও চিন্তাভাবনা করেছে। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয়, ইতিবাচক ফল পাওয়া যাবে। ভারতীয়দের জন্য ভাল কিছু অপেক্ষা করছে।''
শাস্ত্রী আরও বলেন, ''এই আইন প্রণয়ন হলে কোনো পরিবর্তন করতে হলে সেটাও নিশ্চয়ই করা হবে। আখেরে ভারতবাসী হিসাবে আমাদের লাভ হবে। এটা আমি একজন ভারতবাসী হিসাবে এখানে বলতে পারি।''
এর আগে বিরাট কোহলিকেও নাগরিক সংশোধনী আইন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। যদিো কোহলি কোনও মন্তব্য করেননি। কোহলি বলেছিলেন, তিনি এই আইন নিয়ে বিশদে জানেন না। তাই মন্তব্য করাটা ঠিক হবে না বলে জানিয়েছিলেন।