SC East Bengal: ইস্টবেঙ্গলে এসেছেন নতুন স্প্যানিশ কোচ, দেখে নিন তাঁর বায়োডাটা
লিভারপুলের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার রবি ফাউলারের সঙ্গে হানিমুন পিরিয়ড শেষ করল এসসি ইস্টবেঙ্গল। শ্রী সিমেন্ট ফাউলারকে তাঁর আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েই গোল্ডেন হ্যান্ডশেক করে নিয়েছে।
ফাউলারের পরিবর্তে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে হোসে ম্যানুয়েল 'মানোলো' দিয়াজের হাতে। দেখে নিন মানোলোর বায়োডাটা
৫৩ বছরের মাদ্রিদের বাসিন্দা মানোলো দিয়াজ। রিয়াল মাদ্রিদের যুব দলের দায়িত্ব সামলেছেন বছরের পর বছর। তরুণ ব্রিগেডকে সামলানোয় রয়েছে স্প্যানিশ কোচের আলাদা দক্ষতা।
২০০২-২০০৬ পর্যন্ত মানোলো ছিলেন রিয়ালের যুব দলের মাথায়। ২০০৮-০৯ রিয়াল ছেড়ে স্পেনের ক্লাব নাভালকারনেরোতে যোগ দেন তিনি। ফের ফেরেন রিয়ালে। ২০০৯-১৩ পর্যন্ত ছিলেন রিয়ালের 'সি' টিমের দায়িত্বে। ২০১৩-১৪ মরসুমে রিলালের 'বি' টিম সামলান তিনি। ২০১৪-২০১৬ পর্যন্ত ছিলেন স্পেনের পনফেরাডিনায়। ২০১৮ সালে ফের আসেন রিয়ালে। ২০১৯ পর্যন্ত ফের 'বি' দলের দায়িত্ব পান তিনি। ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে হারকিউলিসে কোচিং করিয়েছেন।
রিয়াল মাদ্রিদের সঙ্গে সেই ছোট থেকেই জড়িয়ে মানোলো। তাঁর যুব কেরিয়ার এই ক্লাবেই।
ফাউলারের কোচিংয়ে ইস্টবেঙ্গল গত মরসুমে শেষ করেছিল ৯ নম্বরে। ২০ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। হারতে হয়েছিল ৯ ম্যাচে। ড্র হয়েছিল ৮ ম্যাচ। এখন দেখার এই মরসুমে স্প্যানিশ কোচ ইস্টবেঙ্গল কী ফুল ফোটাতে পারেন!