অন্যদের রিচার্জ করে দিলেই Jio, Vodafone, Airtel দিচ্ছে কমিশন, ক্যাশব্যাক!
লকডাউনে ঘরে বসেই উপার্জনের সুযোগ দিচ্ছে Jio, Vodafone, Airtel! কাউকে রিচার্জ করে দিলেই মিলবে সুনিশ্চিত কমিশন, ক্যাশব্যাক!
লকডাউনের জেরে দেশব্যাপী রিটেল আউটলেট বন্ধ রয়েছে। দেশের অনেক মানুষই এখনও অফলাইন রিচার্জের উপরেই নির্ভরশীল। লকডাউনে এই সব মানুষগুলোর কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে...
সম্প্রতি মুকেশ অম্বানির সংস্থা JioPOS Lite নামে একটি অ্যাপ লঞ্চ করেছে। অ্যাপের ওয়ালেট রিচার্জ করে সেখান থেকে অন্য Jio নম্বরে রিচার্জ করলে প্রত্যেক ১০০ টাকা রিচার্জে ৪.১৬ শতাংশ হিসাবে কমিশন পাওয়া যাবে।
Vodafone-Idea-ও তাঁর গ্রাহকদের জন্য ক্যাশব্যাকের বিশেষ সুবিধা দিচ্ছে। MyVodafone বা MyIdea অ্যাপ থেকে কাউকে রিচার্জ করে দিলেই মিলবে সর্বোচ্চ ৬ শতাংশ সুনিশ্চিত ক্যাশব্যাক! সংস্থা জানিয়েছে, ১৪৯ টাকার রিচার্জে ১০ টাকা আর ২৪৯ টাকার রিচার্জে ২০ টাকা টকটাইম পাওয়া যাবে।
Airtel Superhero নামে Airtel-ও তার গ্রাহকদের কাউকে রিচার্জ করে দেওয়ার জন্য ৪ শতাংশ কমিশ দিচ্ছে।