রেকর্ড, আরও বাড়ল Petrol ও diesel দাম, কোন শহরে কত?
নিজস্ব প্রতিবেদন: আরও বাড়ল পেট্রোল ডিজেলের দাম। আগের সমস্ত রেকর্ড ভেঙে মোদী জমানায় এদিন নতুন এক রেকর্ড গড়ল জ্বালানি তেল।
এই মূল্যবৃদ্ধির ফলে বর্তমানে রাজস্থনে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম দাঁড়াল যথাক্রমে ৯৮.৬০ টাকা। এর আগে ২৭ জানুয়ারি ৯৮.৩৩ টাকা দাম উঠেছিল এই শহরে। ডিজেলের দাম লিটার পিছু ৯০.৩৭ টাকা।
মঙ্গলবার থেকে মন্থর গতিতে ক্রমশ ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। মেট্রো সিটি দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮৮.১৪ টাকা। ডিজেলের দাম ৭৮.৩৮ টাকা।
মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৪.৬২ টাকা। ডিজেলের দাম ৮৫.৩২ টাকা।
চেন্নাইতে পেট্রোলের দাম ৯০.৪৪ টাকা। ডিজেলের দাম ৮৯.৪৪ টাকা।
কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৮৯.৪৪ টাকা। ডিজেলের দাম ৮১.৯৬ টাকা। গতকাল পর্যন্ত পেট্রোলের দাম ছিল ৮৮.৬৩ টাকা। ডিজেলের দাম ছিল ৮৯.৭০ টাকা।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় ভারতে তেলের বাজারে তার প্রভাব পড়েছে। মধ্যবিত্তের সংসার চালাতে নাভিঃশ্বাস উঠবে। কারণ, তেলের দাম বাড়া মানেই নিত্য নৈমিত্তিক জিনিসের দাম বাজারে লাগাম ছাড়া ভাবে বাড়তে শুরু করে।