রেকর্ড Whatsapp Video Call বর্ষবরণের রাতে, গত বছরের তুলনায় বেড়েছে ৫০%
নিজস্ব প্রতিবেদন: ফেসবুক জানিয়েছে, বর্ষবরমের রাতে হোয়াটসঅ্যাপে গত বছরের তুলনায় ভিডিও এবং ভয়েস কলিং বেড়েছে ৫০ শতাংশ। কারণ, হোয়াটসঅ্যাপ বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন। যা কোনও সময়ের সীমাবদ্ধতা ছাড়াই ফ্রিতে কল করতে দেয়।
করোনা ভাইরাস মহামারীজনিত কারণে অনেকেই বাড়িতে সময় কাটিয়েছেন। সেই কারণেই এবছর মূলত ভিডিও কল বেশি হয়েছে বলে মনে করা হচ্ছে।
ফেসবুকে শেয়ার করা পরিসংখ্যান অনুসারে, নতুন বছরের শুরুতে বিশ্বব্যাপী ১.৪ বিলিয়নেরও বেশি ভিডিও এবং ভয়েস কল করা হয়েছে। যা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের থেকে অনেকটা বেশি।
এর জন্য আগে থেকেই প্রস্তুত ছিল ফেসবুক। লোড নেওয়ার জন্য আগাম পরীক্ষাও করা হয়েছিল বলে জানানো হয়েছে ফেসবুকের পক্ষ থেকে।