জেনে নিন ট্রেন্ট ব্রিজ টেস্টের কিছু অবিশ্বাস্য রেকর্ড
একই ম্যাচে কোনও এক দলের দুই ক্রিকেটার গোটা ম্যাচে সাতটি করে ক্যাচ ধরেছে, এটা প্রথমবার ঘটল ট্রেন্ট ব্রিজে। অভিষেক টেস্টে সাতটি ক্যাচ ধরেছেন উইকেট রক্ষক ঋষভ পান্থ। এই ম্যাচেই সাতটি ক্যাচ রয়েছে লোকেশ রাহুলের।
এটা দ্বিতীয়বার ঘটল, ইংল্যান্ডে একই টেস্টে দুই ইনিংসে ভারতীয় দলের দুই বোলার পাঁচটি করে উইকেট নিলেন। ট্রেন্ট ব্রিজে হার্দিক পান্ডিয়া এবং যশপ্রীত বুমরাহ, দুজনের ঝুলিতেই এসেছে পাঁচটি করে উইকেট। এর আগে এই নজির ছিল ঈশান্ত ও জাহিরেরে (লর্ডস, ২০১৪)।
ইংল্যান্ডে চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট শিকারি দ্বিতীয় বোলার হলেন যশপ্রীত বুমরাহ। এর আগে দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নিয়েছিলেন ঈশান্ত শর্মা (লর্ডস, ২০১৪)।
চতুর্থ ইনিংসে ট্রেন্ট ব্রিজে পঞ্চম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপের নজির গড়েছেন জস বাটলার ও বেন স্টোকস (১৬৯)।
চতুর্থ ইনিংসে ট্রেন্ট ব্রিজে পঞ্চম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপের নজির গড়েছেন জস বাটলার ও বেন স্টোকস (১৬৯)।