TSK25K 2019: ইভেন্ট রেকর্ড গড়ে কলকাতা মাতালেন গুতেনি এবং লিওনার্ড

Sun, 15 Dec 2019-1:29 pm,

 রবিবার ভোরে হালকা শীতের আমেজ নিয়ে রেড রোডে অনুষ্ঠিত হয়ে গেল  টাটা স্টিল কলকাতা ২৫কে ২০১৯।

 

ষষ্ঠ বর্ষে টিএসকে ২৫কে-র মুকুটে রঙিন পালক। ২৫ কিলোমিটার এই দৌড় প্রতিযোগিতা এবছর IAAF-এর  সিলভার লেভেলে উন্নীত হয়েছে৷

টিএসকে ২৫কে-এর আন্তর্জাতিক ব্র্যান্ড অ্যাম্বাসডর আর্জেন্তিনিয় বিশ্বকাপার এরনান ক্রেসপো সকাল থেকেই তিলোত্তমার মানুষের উন্মাদনায় মুগ্ধ।

রাজ্যপাল জগদীপ ধনকড়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র পারিষদ দেবাশিস কুমার, অভিনেতা রাহুল বোস হাজির ছিলেন সকালে।

গতবারের তুলনায় এবারও বেড়েছে প্রতিযোগীর সংখ্যা। এবার প্রতিযোগীর সংখ্যা প্রায় সাড়ে পনেরো হাজারের কাছাকাছি।

 

পুরুষ বিভাগে ইথোপিয়ার কেনেনিসা বেকেলের ( ১:১৩:৪৮) ইভেন্ট রেকর্ড ভেঙে দিলেন কেনিয়ার লিওনার্ড বারস্টোন। ১:১৩:০৫ সময়ে ২৫ কিলোমিটার দৌড় শেষ করে জিতে নেন সোনা।

মহিলাদের বিভাগেও ইভেন্ট রেকর্ড গড়লেন ইথোপিয়ার গুতেনি শোন। তিনি ২৫ কিলোমিটার দৌড় শেষ করতে সময় নেন ১:২২:০৯।

 ভারতীয়দের মধ্যে পুরুষ বিভাগে ২৫ কিলোমিটারে প্রথম হলেন শ্রীনু বুগাথা (১:১৮:৩১)।

মহিলা বিভাগে ভারতীয়দের মধ্যে ২৫ কিলোমিটারে প্রথম হলেন কিরনজিত্ কৌর (১:৩৮:৫৬)।

 ২৫ কিলোমিটার রেসের পাশাপাশি ছিল ১০ কিলোমিটার দৌড়, আনন্দ রান, বিশেষভাবে সক্ষমদের জন্যও দৌড়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link