ISL 2020-21: আবেগের ছোঁয়া! ইস্টবেঙ্গল জার্সিতে মশাল,ইলিশ আর রয়্যাল বেঙ্গল টাইগার
১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে শনিবার থেকেই গোয়ার মাঠে অনুশীলনে নেমে পড়েছেন কিলিংটন, রবি ফাউলাররা। ২৭ নভেম্বর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইএসএলে অভিযান শুরু করবে লাল-হলুদ।
সোমবার শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের নতুন জার্সি উদ্বোধন হল। আইএসএলের জার্সিতে আবেগের ছোঁয়া। মশাল, ইলিশ মাছ আর সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার তিনটি প্রতীকই রয়েছে। আত্মবিশ্বাসের সুরে লাল হলুদ শিবির বলছে ছিলাম, আছি, থাকব। বাংলার ডিজাইনার মেঘনা নায়েক লাল-হলুদের জার্সিতে ফুটিয়ে তুলেছেন এসবই।
শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের হোম কিটে মূলত মশালের প্রাধান্য।
অ্যাওয়ে কিটে ইলিশের প্রাধান্য পেয়েছে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের জার্সিতে।
আর তৃতীয় কিটে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ফুটিয়ে তোলা হয়েছে।