Local Train: রেলের বড় আপডেট! উইকেন্ডে বাতিল একগুচ্ছ ট্রেন, জেনে নিন...

Sat, 21 Dec 2024-9:12 am,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাবওয়ে নির্মাণের জন্য ফের ব্যাহত রেল পরিষেবা। বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের। জানা গিয়েছে, পূর্ব রেলওয়ে কৃষ্ণনগর সিটি-লালগোলা বিভাগে লেভেল ক্রসিং গেট নং 113/E (নন-ইন্টারলকিং গেট) এর পরিবর্তে সীমিত উচ্চতা সাবওয়ে (LHS) নির্মাণ করছে। শনিবার এবং রবিবার একাধিক ট্রেন বন্ধ থাকবে।

 

রবিবার সকাল ১০.১৫ থেকে বিকেল ৪.৪৫ পর্যন্ত চলবে কাজ। দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা ধরে হবে কাজ। ব্যাহত হবে রেল পরিষেবা। কোন কোন ট্রেন বন্ধ থাকবে-

শনিবার: শিয়ালদহ-লালগোলা আপ ০৩১৯১ (Sealdah – Lalgola: UP 03191)

রবিবার (২২.১২.২৪): কৃষ্ণনগর সিটি জংশন ও লালগোলা আপ ৩১৮৬১/ ডাউন ৩১৮৬৪, লালগোলা শিয়ালদা ডাউন ০৩১৯০, আজিমগঞ্জ কৃষ্ণনগর সিটি জংশন ডাউন ০৩০২০/ আপ ০৩০১৯।

৩১৭৭৩ রানাঘাট – লালগোলা প্যাসেঞ্জারটি রেজিনগরে সংক্ষিপ্ত হবে। এবং ৩১৭৭০ লালগোলা – রানাঘাট প্যাসেঞ্জার লালগোলার পরিবর্তে রেজিনগর থেকে সংক্ষিপ্ত হবে৷ ৩১৭৬৯ রানাঘাট-গোলা ইএমইউ প্যাসেঞ্জারটি রেজিনগরে সংক্ষিপ্ত হবে এবং ৩১৭৭৪ লালগোলা–রানাঘাট ইএমইউ যাত্রী লালগোলার পরিবর্তে রেজিনগর থেকে সংক্ষিপ্ত হবে৷  ০৩১১৫ শিয়ালদহ–লালগোলা মেমু পলাশীতে সংক্ষিপ্তভাবে শেষ হবে এবং ০৩১৯৬ লালগোলা – শিয়ালদহ মেমু শর্টটি লালগোলার পরিবর্তে পলাশী থেকে ২.১৫-তে উদ্ভূত হবে। ৩১৮১৯ শিয়ালদহ - কৃষ্ণনগর লোকাল রানাঘাটে সংক্ষিপ্ত হবে এবং ৩১৮৪০ কৃষ্ণনগর - শিয়ালদহ লোকালটি কৃষ্ণনাগার পরিবর্তে রানাঘাট থেকে সংক্ষিপ্ত হবে।

০৩১৮৩ শিয়ালদহ – লালগোলা প্যাসেঞ্জার শিয়ালদহ ছাড়বে ১২.৪০-এর বদলে দুপুর ১টায়। এবং ব্লক বাতিল না হওয়া পর্যন্ত রেজিনগর পর্যন্ত পথ নিয়ন্ত্রণ করা হয়। ০৩১৯২  লালগোলা – শিয়ালদহ প্যাসেঞ্জার লালগোলা থেকে ছাড়বে ২.৪৫-এর পরিবর্তে বিকেল ৪টে।  বহরমপুর কোর্ট স্টেশন পর্যন্ত পথ নিয়ন্ত্রণ করা হয়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link