Rekha Birthday: নিজের নাম দিতে চাননি বাবা, বিতর্কও পিছু ছাড়েনি, রেখার জীবনে বারবার ফিরেছে প্রেম! কিন্তু তবু...
এখন এভারগ্রীন, সুন্দরী- কত নামেই না অভিহিত করা হয় তাঁকে। অবশ্য কেরিয়ারের প্রথমদিকে জুটেছিল অবজ্ঞা-লাঞ্ছনা। কারণটা রেখার গায়ের রং।
যদিও রেখার মা পুষ্পবল্লীও দক্ষিণের চলচ্চিত্রের অভিনেত্রী ছিলেন। কিন্তু পারিবারিক অবস্থা এতটাই খারাপ ছিল যে রেখাকে খুব অল্প বয়সেই কাজ করতে হয়েছিল।
১৯৫৪-য় এক দক্ষিণ ভারতীয় পরিবারে জন্মগ্রহণ করেন রেখা। আসল নাম ভানুরেখা গণেশন। কিন্তু বাবা জেমিনি গণেশন, এক বিখ্যাত অভিনেতা, কখনই রেখাকে দত্তক তাঁর নামের সঙ্গে একাত্ম হতে দেননি। ব্যবহার করতে দিতে চাননি পদবিও।
শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করা রেখা শুরুতে অভিনয়ের ব্যাপারে মোটেও সিরিয়াস ছিলেন না । প্রায় ১০ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার পর, তিনি অভিনয়কে গুরুত্ব সহকারে নিতে শুরু করেছিলেন।
ব্যক্তিগত জীবন বরাবর ছাপিয়ে গিয়েছে রেখার জনপ্রিয়তাকে। অমিতাভ বচ্চন, রাজ বব্বর, বিনোদ মেহরা থেকে সঞ্জয় দত্ত- একাধিক সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে রেখাকে ঘিরে।
১৯৯০ সালে দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন। কিন্তু এক বছরের মধ্যে তাদের সম্পর্ক ভেঙে যায়। মুকেশের আত্মহত্যার জন্য রেখাকে দায়ী করা হয়েছিল।