রিচার্জ করুন এই মান্থলি প্যাক, JIO থেকে অন্য নম্বরে ফোন করতেও লাগবে না টাকা
গত ১০ অক্টোবর থেকে অন্যান্য টেলিকম অপারেটরের নম্বরে ফোন করার ক্ষেত্রে ৬ পয়সা প্রতি মিনিটের চার্জ বসিয়েছিল Reliance Jio। এবার নতুন প্যাক আনার মাধ্যমে সেই চার্জ আংশিকভাবে মুকুবের ব্যবস্থা করল সংস্থা।
Reliance Jio-এর নতুন প্যাক অনুযায়ী ₹ ২২২টাকা, ₹ ৩৩৩ টাকা এবং ₹ ৪৪৪ টাকার প্যাক রিচার্জ করলে মিলবে এই সুবিধা। এর ফলে Jio ছাড়া অন্যান্য টেলিকম অপারেটরের সিমে ফোন করলেও লাগবে না টাকা। তবে, তা নির্দিষ্ট মিনিটের হিসাবে বাধা। তাছাড়া এই প্যাক রিচার্জের সঙ্গে মিলবে ডেটা, Jio-to-Jio আনলিমিটেড ভয়েস কল এবং নির্দিষ্ট সংখ্যক এসএমএসের সুবিধা।
₹ ২২২ টাকার প্যাকের রিচার্জ করলে মিলবে-
ক) প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটা। খ) দৈনিক ১,০০০ মিনিট পর্যন্ত নন-জিও মোবাইল নম্বরে ফোন করার সুবিধা। ১,০০০ মিনিট পেরিয়ে গেলে প্রতি মিনিটে ৬ পয়সা করে দিতে হবে। জিও-টু-জিও কল আগের মতোই আনলিমিটেড থাকছে। গ) প্রতি দিন ১০০টি এসএমএস। Jio-এর অ্যাপে সাবস্ক্রিপশন। ঘ) ভ্যালিডিটি- ২৮ দিন।
₹ ৩৩৩ টাকার প্যাকের রিচার্জ করলে মিলবে-
ক) প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটা। খ) দৈনিক ১,০০০ মিনিট পর্যন্ত নন-জিও মোবাইল নম্বরে ফোন করার সুবিধা। ১,০০০ মিনিট পেরিয়ে গেলে প্রতি মিনিটে ৬ পয়সা করে দিতে হবে। জিও-টু-জিও কল আগের মতোই আনলিমিটেড থাকছে। গ) প্রতি দিন ১০০টি এসএমএস। Jio-এর অ্যাপে সাবস্ক্রিপশন। ঘ) ভ্যালিডিটি- ৫৬ দিন।
₹ ৪৪৪ টাকার প্যাকের রিচার্জ করলে মিলবে-
ক) প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটা। খ) দৈনিক ১,০০০ মিনিট পর্যন্ত নন-জিও মোবাইল নম্বরে ফোন করার সুবিধা। ১,০০০ মিনিট পেরিয়ে গেলে প্রতি মিনিটে ৬ পয়সা করে দিতে হবে। জিও-টু-জিও কল আগের মতোই আনলিমিটেড থাকছে। গ) প্রতি দিন ১০০টি এসএমএস। Jio-এর অ্যাপে সাবস্ক্রিপশন। ঘ) ভ্যালিডিটি- ৮৪ দিন।