৪৯ টাকার রিচার্জে ১ জিবি ডেটা, নয়া অফার জিও-র
জিও ফোন ব্যবহারকারীদের জন্য সস্তার প্ল্যান আনল রিলায়্যান্স জিও। মাত্র ৪৯ টাকার রিচার্জে মিলবে আনলিমিটেড ভয়েস কল।
৪৯ টাকার রিচার্জে ২৮ দিনের জন্য মিলবে মোট ১ জিবি ডেটা। আনলিমিটেড ভয়েসকলিংয়ের সুবিধা।
তবে জিও ফোন ব্যবহারকারীরাই এই রিচার্জ করাতে পারবেন। অন্য কোনও ফোনে জিও সিম থাকলে বৈধ হবে না এই রিচার্জ।
জিও-র দাবি, গ্রামীণ মানুষের কথা ভেবেই এই প্ল্যান আনা হয়েছে। গ্রামের মানুষও এবার সারা মাস ধরে বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুযোগ পাবেন।
১৫৩ টাকার রিচার্জে ২৮ দিনের জন্য প্রতিদিন ১ জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা। আগে এই রিচার্জে প্রতিদিন ৫০০ এমবি করে ডেটা মিলত।
কার্যত বিনামূল্যেই রিলায়্যান্স জিও ফোন পাচ্ছেন গ্রাহকরা। তবে নিরাপত্তা ডিপোজিট হিসেবে ১,৫০০ টাকা জমা রাখতে হবে। তা ৩ বছর পর ফেরতযোগ্য।
রিটেল স্টোরে মিলছে এই ফিচার ফোন। MyJio App বা Jio.com থেকে অলনাইনেও পাওয়া যাচ্ছে। তবে এই ফোনে শুধুমাত্র জিও-র সিমই ব্যবহার করা যাবে।