বাইক স্টান্টে রাজপথে নারীশক্তির জয়গান
৬৯তম প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে নারীশক্তির জয়গান।
রাজপথে প্রথমবার বাইক স্টান্ট দেখালেন দেশের মহিলা জওয়ানরা।
১০ আসিয়ান দেশের রাষ্ট্রপ্রধান দেখলেন ভারতের সাহসীনিদের।
সাহসীনিদের।সীমা ভবানী স্কোয়াডে রয়েছেন বিএসএফ-এর ১১৩ জন মহিলা জওয়ান। বিএসএফের বিভিন্ন পদে কর্মরত তাঁরা।
৩৫০ সিসি রয়্যাল এনফিল্ড বাইকে রাতদিন এক করে প্রশিক্ষণ নিয়েছেন তাঁরা।
এই স্কোয়াডের নেতৃত্বে ছিলেন সাব ইন্সপেক্টর স্ট্যানজিং নোরাং।
বাইকের উপরে দাঁড়িয়ে তাঁর এন্ট্রিকে কুর্নিশ জানালেন দর্শকরা।
মহিলারা দেখালেন কোনও অংশে তাঁর পুরুষদের থেকে পিছিয়ে নেই।
ভারতের মেয়েদের 'ডেয়ারিং' দেখে মুগ্ধ আসিয়ান দেশের রাষ্ট্রনায়করাও
ভারতের মেয়েদের কেরামতি দেখে উঠে দাঁড়িয়ে হাততালি দেন দর্শকরা।
শুনলে চমকে যাবেন, বেশিরভাগ মেয়েই বাইক চালানোই জানতেন না।
কঠোর পরিশ্রমে অসাধ্য সাধন করেছেন তাঁরা।
পঞ্জাব, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, জম্মু-কাশ্মীর, ছত্তিসগঢ়- ভারতের প্রায় সব রাজ্যের তরুণীরা ছিলেন এই স্কোয়াডে।