Mass Loss of Glaciers: সামনেই বিপদ! মাত্র ২০ বছরে হিমালয়ে গলেছে প্রায় ৬০০০ হাতির ওজনের হিমবাহ...

Soumitra Sen Wed, 05 Apr 2023-7:57 pm,

তবে এর মধ্যেই আঁতকে ওঠার মতো খবর পাওয়া গেল সদ্য। হিমালয়ের হিমবাহও ভয়ংকর দ্রুত গতিতে গলছে।

কিন্তু এটা এতদিন জানা যায়নি, কারণ স্যাটেলাইট জলের নীচের বরফস্তরের ছবি তুলতে পারে না। কিন্তু জানা যায়নি বলে, কিছু ঘটেনি এমন নয়।   

নেচার জিওসায়েন্স পত্রিকায় প্রকাশিত একটি খবর বলছে, গত ২০ বছরে হিমালয় জুড়ে যে পরিমাণ হিমবাহ গলেছে তা ৫৭ কোটি বা ৫৭০০ টি হাতির ওজনের সমান!

তা হলে কী ভাবে বোঝা গেল যে, এই বিপুল পরিমাণ হিমবাহ গলে গিয়েছে? একটাই প্রমাণ মিলেছে। এই অঞ্চলে সরোবরের সংখ্যা লাফিয়ে বেড়েছে। 

বিজ্ঞানীরা একটা তথ্য দেখে আঁতকে উঠেছেন! হিমালয়ের বিভিন্ন অঞ্চলে লেক বেড়েছে এরিয়ার দিক থেকে ৩৩ শতাংশ আর সংখ্যার দিক থেকে ৪৭ শতাংশ!  

হিসেব বলছে, গ্রেটার হিমালয়ান এলাকা জুড়ে লেক-টার্মিনেটিং গ্লেসিয়ার গলেছে ৬.৫ শতাংশ! ভারতবাসীর পক্ষে বিষয়টি খুবই চিন্তার। এভাবে চলতে থাকলে বড় রকম বিপর্যয়ের মুখে পড়বে হিমালয়। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link