গত আটমাসে সর্বোচ্চ, সেপ্টেম্বরে লাফিয়ে বাড়ল খুচরো পণ্যের দাম
করোনার সময়ে দেশের আর্থিক পরিস্থিতি বেশ সঙ্কটে। সেপ্টেম্বরে খুচরো পণ্যের দাম বাড়ল ৭.৩৪ শতাংশ। গত মাসে ছিল ৬.৬৯ শতাংশ। গত আট মাসে এই দর সর্বোচ্চ।
কেন্দ্রের দেওয়া তথ্য অনুয়ায়ী গত মাসে খাদ্যপণ্য়ের দাম বেড়েছিল ১০.৬৮ শতাংশ। অগাস্ট মাসে তা ছিল ৯.০৫ শতাংশ।
করোনা সংক্রমণের মধ্যেই দেশের অর্থনীতিকে সচল রাখতে সরকার চালু করে দিয়েছে আনলক। দেশ এখনও আনলক ৫-এ। কিন্তু তার পরেও সরবারহ ব্যবস্থা এখনও আগের অবস্থায় ফিরে আসেনি। ফলে দাম বেড়েছে বলে মনে করা হচ্ছে।
অন্য একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, শিল্প সংস্থার উত্পাদন কমেছে ৮ শতাংশ।
গত সেপ্টেম্বরে শাকসবজির দাম বেড়েছে ২০.৭৩ শতাংশ। আগের মাসে তা বেড়েছিল ১১.৪১ শতাংশ। ফলের দামও অত্যাধিক ছিল অগাস্টে।