লঞ্চ হল দেশের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল, ভবিষ্যতের রাস্তা দেখাচ্ছে Revolt

Thu, 29 Aug 2019-1:12 pm,

Revolt Intelicorp তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল Rv 400. দেশের প্রথম Artificial Intelligence মোটরসাইকেল বলা হচ্ছে এটিকে। অনেকে আবার বলছেন স্মার্ট মোটরসাইকেল নামে। ১২৫ সিসি সেগমেন্টে টক্কর দেবে Rv 400. 

Rv 400-র সঙ্গে সঙ্গে সংস্থাটি তাদের সব থেে সস্তা মোটরসাইকেল RV 300-র সঙ্গেও ক্রেতাদের পরিচয় করিয়েছে। RV 300-র দাম এক লাখ ১১ হাজার টাকা।Rv 400-র দাম হবে এক লাখ ৪৮ হাজার টাকা।  

কিস্তিতে নিলে RV 300-র জন্য প্রতি মাসে ২৯৯৯ টাকা ও Rv 400-র জন্য ৩৪৯৯ টাকা (৩৭ মাস) শোধ করতে হবে। Rv 400-তে Embedded 4G LTE সিম থাকবে। ইন্টারনেট ও ক্লাউড কানেক্ট ফিচার্স থাকবে এই মোটরসাইকেলে। 

সিঙ্গল চার্জে Rv 400 যাবে ১৫৬ কিমি পথ। টপ স্পিড হতে পারে ৮৫ কিমি প্রতি ঘণ্টা। এই মোটরসাইকেলে আনলিমিটেড ওয়ারেন্টি দিচ্ছে সংস্থাটি। 

RV 400-এর জন্য আলাদা মোবাইল অ্যাপ থাকছে। থাকবে বাড়িতে ব্যাটারি ডেলিভারির সুবিধা। ইতিমধ্যে আড়াই হাজারেরও বেশি প্রি-বুকিং হয়েছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link