বান্ধবীর `প্রাক্তন` প্রেমিক সুশান্তের সঙ্গেই সম্পর্কে রয়েছেন বাঙালি কন্যে রেহা!
একসময় সারা আলি খানের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের সম্পর্ক নিয়ে কিছু কম জল্পনা হয়নি। যদিও সারা বা সুশান্ত কেউই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। কখনও সুশান্তের জন্মদিনে সারাকে কেক নিয়ে ছুটে যেতে দেখা গিয়েছে। আবার কখনও তাঁদের একসঙ্গে আলাদা করে সময় কাটানোর কথাও শোনা গিয়েছে। শোনা যায়, সুশান্ত সারার বিষয়ে ভীষণই 'সিরিয়াস' ছিলেন। তবে সারা এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাননি।
এবার সারার ঘনিষ্ঠ বন্ধু রেহা চক্রবর্তীর সঙ্গেই নাকি চুটিয়ে প্রেম করছেন সুশান্ত সিং রাজপুত।
যদিও শুধু সারা নয়, কেরিয়ারের শুরু থেকে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছেন সুশান্তের। অঙ্কিতা লোখান্ডের সঙ্গে বহু বছরের সম্পর্ক ভাঙার পর সুশান্ত প্রথমে কৃতি শ্যাননের সঙ্গে সম্পর্কে জড়ান। সেই সম্পর্কও ভেঙে যায়। পরবর্তীকালে সারার সঙ্গে নাম জড়ায় সুশান্তের।
সারার সঙ্গে সম্পর্ক বেশি দূর এগোয়নি। আর এরপরই বাঙালি অভিনেত্রী রেহা চক্রবর্তীর সঙ্গে সুশান্তের প্রেমের গুঞ্জন শোনা যেতে থাকে।
পরবর্তীকালে সুশান্ত রেহার সঙ্গে সম্পর্কে কথা এক সাক্ষাৎকারে প্রকাশ্যে আনলে বিষয়টি নিয়ে বেশ বিরক্তই হন রেহা।
তবে কিছুদিন আগে আবার সুশান্তের সঙ্গে একান্তে বেড়াতে যেতেও দেখা গিয়েছিল রেহা চক্রবর্তীকে।
তবে ২১ জানুয়ারি, মঙ্গলবার সুশান্তের জন্মদিনে তাঁর সঙ্গে বিশেষ ছবি পোস্ট করে নিজেদের সম্পর্ককেই একপ্রকার Official ঘোষনা করলেন রেহা, মনে করছেন নেটিজেনরা।