জলদাপাড়ায় শুরু হল গন্ডার সুমারি
শুক্রবার থেকে শুরু হল জলদাপাড়া জাতীয় বনাঞ্চলে গন্ডার সুমারি।
জিআইএস প্লাটফর্মে জিপিএস পদ্ধতিতে গন্ডার সুমারি করা হচ্ছে।
দুদিন ধরে চলবে এই সুমারি। বনদফতরের কর্মীরা ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এই সুমারিতে অংশগ্রহণ করেছে।
হেঁটে, হাতির পীঠে মোট ৫০ টি ইউনিটে বিভক্ত হয়ে এই সুমারির কাজ চালাচ্ছে।
এবার জিআইএস প্ল্যাটফর্মে জিপিএস পদ্ধতিতে গন্ডার সুমারি হবে এবং গন্ডারের মল ও সংগ্ৰহ করে ল্যাবে পাঠানো হবে বলে জানান উত্তরবঙ্গ বনবিভাগ।