Ratan Tata | Richest Indians List 2024: `রতন`হীন ভারতে শীর্ষস্থানীয় ১০ ধনকুবের কারা? স্রেফ ঝলকে দেখে নিন সেই তালিকা

Thu, 10 Oct 2024-4:13 pm,

ভারতের সামাজিক বাস্তুতন্ত্রের এক সত্যিকারের স্বপ্নের সওদাগর ছিলেন রতন টাটা। গত বুধবার রাতে মুম্বইয়ের ব্রিচ কান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন তিনি।  প্রয়াণকালে বয়স হয়েছিল ৮৬ বছর। দেশের সবচেয়ে প্রিয় শিল্পপতিদের মধ্যে একজন ছিলেন তিনি। তাঁর দৃষ্টিভঙ্গি ব্যবসায়িক জগতের সীমানা ছাড়িয়ে মানুষের হৃদয় স্পর্শ করে নিয়েছেন। তিনি কখনই ধনী থেকে ধনীতম হওয়ার পথে হাঁটেননি। ফলে দেশের সেরা ধনীতমদের তালিকায় তিনি কখনই ছিলেন না।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং এমডি মুকেশ আম্বানি। বৈচিত্রপূর্ণ সম্পদের মালিকানায় তিনি আনুমানিক ১১৯.৫ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। তিনি দেশের ১ নম্বর ধনী। চলতি বছর তিনি আরও ২৭.৫ বিলিয়ন মার্কিন ডলার যোগ করেছেন সম্পত্তিতে। যার ফলে ডলারের ক্ষেত্রে তিনি দ্বিতীয় বৃহত্তম লাভবান ব্য়ক্তি।

দুয়ে আদানি গোষ্ঠীর মালিক গৌতম আদানি। বৈচিত্রপূর্ণ সম্পদের মালিকানায় তিনি আনুমানিক ১১৬ বিলিয়ন ডলারের মালিক। আদানি গোষ্ঠীর সর্বেসর্বা সাম্প্রতিক বছরে ৪৮ বিলিয়ন মার্কিন ডলার যোগ করেছেন তাঁর সম্পত্তিতে।

 

সেরা দশে একজনই মহিলা। তিনি সাবিত্রী জিন্দাল। ধনীতম ভারতীয়দের তালিকায় তিনি তিনে। ধাতু এবং খনির ব্যবসা থেকে আনুমানিক ৪৩.৭ বিলিয়ন মার্কিন ডলারের মালিকানা তাঁর।

 

চারে শিব নাদার। এইচএলসি এন্টারপ্রাইজের চেয়ারপার্সন আনুমানিক ৪০.২ বিলিয়ন মার্কিন ডলারের মালিক।

 

সান ফার্মাসিউটিক্যালসের মালিক দিলীপ শাংভি  আনুমানিক ৩২.৪ বিলিয়ন ডলারের মালিক। তালিকায় পাঁচে তিনি।  

তালিকায় ছয়ে রাধাকিশান দামানি। আনুমানিক সম্পত্তির পরিমাণ ৩১.৫ বিলিয়ন ডলার।

 

সাতে সুনীল মিত্তাল। আনুমানিক সম্পত্তির পরিমাণ ৩০.৭ বিলিয়ন ডলার।

 

আটে কুমার বিড়লা। আনুমানিক সম্পত্তির পরিমাণ ২৪.৪ বিলিয়ন মার্কিন ডলার।

নয়ে সাইরাস পুনাওয়ালা। আনুমানিক সম্পত্তির পরিমাণ ২৪,৫ বিলিয়ন ডলার।

দশে বাজাজ পরিবার। আনুমানিক সম্পত্তির পরিমাণ ২৩.৪ বিলিয়ন ডলার।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link