পন্থের প্রেমিকা কে? কী করেন এই সুন্দরী?
অস্ট্রেলিয়া সফরে উইকেটে পিছনে স্লেজিং হোক বা ব্যাট হাতে অকুতোভয় ইনিংস- নজর কেড়েছেন ধোনির উত্তরসূরী ঋষভ পন্থ। টেস্টে রান মেশিন বিরাট কোহলিকে ছাপিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ঋষভ। ৫৮.৩৩ গড়ে তাঁর সংগ্রহে ৩৫০ রান।
বুধবার ইনস্টাগ্রামে সেই ঋষভ পন্থই শেয়ার করেছেন একটি। আর সেই ছবি ঘিরেই এখন আলোড়ন। ছবিতে ঋষভের সঙ্গে তাঁর জীবনের বিশেষ বন্ধু ইশা নেগি। কে এই ইশা?
দিল্লির অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি স্নাতকের ছাত্রী ইশা নেগি। পন্থ তাঁর ছবিটি ইনস্টাগ্রামে দেওয়ার পর কলেজে বিখ্যাত হয়ে উঠেছেন এই তরুণী।
দেরাদুনের কনভেন্ট অব জিসাস অ্যান্ড মেরি স্কুলে পড়াশুনো করেছেন ইশা।
ইশার একটি প্রোফাইল ছবিতে মন্তব্য করেছেন , 'আমি কি বস? একদম'। এবার দেখার, ঘরে-বাইরে কে বস হন? ইশা না পন্থ?
জলে ভয় পান বলেও দাবি করেছেন ইশা। তবে সুইমিংপুলে হাঁটু জলে দাঁড়িয়ে ছবি তুলেছেন। সুইমিংপুলে কাটাতে ভালবাসেন ভারতের টেস্ট উইকেটকিপার।
ইনস্টাগ্রামে প্রোফাইলে নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন ইশা নেগি। তিনি ইন্টেরিয়র ডেকর ডিজাইনার।