বড়দিনের আগেই `সান্তা` সেজে মূক-বধির শিশুদের সঙ্গে কাটালেন Ritabhari Chakraborty
রাত পোহালেই বড়দিন। তার আগেই 'সান্তা' সেজে ছোটদের মুখে হাসি ফোটালেন মডেল, অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।
ঋতাভরী (Ritabhari Chakraborty) পৌঁছে গিয়েছিলেন বিধাননগর এলাকার মূক-বধির শিশুদের একটি স্কুলে (Ideal School For The Deaf)।
স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে দিনটা মন্দ কাটলো না অভিনেত্রীর।
'সান্তা' ঋতাভরীর ঝুলিতে ছিলেন নানান ধরনের বাক্স, সেই বাক্সে ভরা বল, পুতুল, গাড়ি সহ ছিল আরও বিভিন্ন ধরনের খেলনা। যা অভিনেত্রীর তরফে স্কুলের শিশুদের জন্য ছিল ক্রিসমাসের উপহার।
ঋতাভরীর কাছ থেকে উপহার পেয়ে ভীষণ খুশি স্কুলের ছোট ছোট শিশুরা।
তবে শুধু উপহার দেওয়ায় নয়, বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর বেশকিছু সময় Ideal School For The Deaf-এর শিশুদের সঙ্গেই কাটান অভিনেত্রী।
স্কুলের শিশুদের সঙ্গে সময় কাটানোর বেশকিছু ছবি ও ভিডিয়ো উঠে এসেছে অভিনেত্রীর ইনস্টাগ্রাম পেজে। তবে এবার প্রথম নয়, প্রতি বছরই ক্রিসমাসে ওই স্কুলে শিশুদের সঙ্গে সময় কাটান ঋতাভরী।
প্রসঙ্গত, অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী গায়িকারূপেও আত্মপ্রকাশ করেছেন। সম্প্রতি মু্ক্তি পেয়েছে তাঁর প্রথম সিঙ্গল 'রূপ সাগরে'।