Ram Mandir Rituals: ১২৫ কলসের জলে স্নান করিয়ে প্রাণ প্রতিষ্ঠা রামলালার! হাজির থাকবে ১৫০ দেশ...

Soumitra Sen Tue, 16 Jan 2024-1:56 pm,

আজ, ১৬ জানুয়ারি দশবিধ স্নান আছে, হবে বিষ্ণুপূজা, সরযূর তীরে হবে গোদান।

পরদিন ১৭ জানুয়ারি রামলালার মূর্তি নিয়ে একটি শোভাযাত্রা অযোধ্যায় পৌঁছবে। তাঁদের সঙ্গে থাকে সরযূর জলে পূর্ণ কলস।

১৮ জানুয়ারি গণেশ পুজো দিয়ে প্রাণ প্রতিষ্ঠার মূল অংশের আচারের শুরু। হবে ব্রাহ্মণ বরণ বা বাস্তুপূজার মতো কাজও।

১৯ জানুয়ারি নবগ্রহ প্রতিষ্ঠা। হবে হোমও।

২০ জানুয়ারি সরযূর জলে মন্দির ধোয়া হবে। এর পরে হবে অন্নাধিবাস।

২১ জানুয়ারি রামলালাকে ১২৫ কলসজলে স্নান করানো হবে

 

২২ জানুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা-র মধ্যে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হবে, তারপর রামলালার মূর্তি স্থাপন করা হবে। 

 

তবে সাধারণ মানুষের জন্য ২১ ও ২২ জানুয়ারি মন্দিরে প্রবেশ বন্ধ থাকবে। ২২ জানুয়ারি প্রাণপ্রতিষ্ঠার সমস্ত আচার-অনুষ্ঠান হয়ে গেলে তা বন্ধই রাখা হবে। ২৩ জানুয়ারি থেকে তা ভক্তসাধারণদের জন্যে খুলে দেওয়া হবে।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link