Durga Puja Carnival 2024: আসানসোলের পর কলকাতার কার্নিভালও মাতালেন ঋতুপর্ণা, মঞ্চ থেকে তাল মেলালেন মমতাও...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেয়ো রোডে চাঁদের হাট। প্রতিবছরের মতো এবছরও পুজোর কার্নিভালে তারকার হাট।
এদিনের মঞ্চে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস ও মেয়র ফিরহাদ হাকিম।
মুখ্যমন্ত্রীর সঙ্গেই মঞ্চে ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, নুসরত জাহান, সোহম চক্রবর্তী, সৌমিতৃষা কুন্ডু।
ছিলেন ছোটপর্দার একঝাঁক তারকা। মুখ্যমন্ত্রীর পাশেই দেখা গেল শ্রীতমা ভট্টাচার্য, প্রিয়া, সুভদ্রা মুখোপাধ্যায়কে।
এদিন মঞ্চেই জুন মালিয়া ও রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডান্ডিয়া খেললেন মুখ্যমন্ত্রী।
এদিন শুধু মঞ্চেই নয়, কার্নিভালে পারফর্মও করেন অনেক তারকা।
আসানসোলের পর এবার মেয়ো রোডের কার্নিভালও মাতালেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
বডিগার্ড লাইন্স আবাসিক সমিতির পুজোর হয়ে কার্নিভালে নাচলেন অভিনেত্রী। মঞ্চ থেকে তাল মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়, রচনা, জুন ও নুসরতও।
এদিনের কার্নিভালে একসঙ্গে পারফর্ম করলেন নীল ভট্টাচার্য ও সম্পূর্ণা লাহিড়ি।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের হয়ে কার্নিভালে পা মেলালেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।