Ritwick Chakraborty: চাকরি খুঁজছেন ঋত্বিক চক্রবর্তী, নেটপাড়ায় পোস্ট অভিনেতার

Soumita Mukherjee Thu, 18 May 2023-2:40 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাকরি খুঁজতে গিয়েই গোলকধাঁধায় পড়েছেন ঋত্বিক চক্রবর্তী, কিন্তু হঠাৎ চাকরিই বা খুঁজছেন কেন?

 

আসলে এটা বাস্তব নয়, সবটাই ঘটছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের আগামী ছবি "একটু সরে বসুন"-এর চিত্রনাট্যে।

 

বনফুলের ছোট গল্পের অবলম্বনে তৈরি এই ছবি মূলত কমেডি। গ্রাম থেকে চাকরি খুঁজতে আসা এক ছেলের নানা গোলকধাঁধায় পাক খাওয়ার গল্প "একটু সরে বসুন"।

 

কলকাতার বিভিন্ন জায়গায় চলছে শ্যুটিং। ঋত্বিকের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে ইশা সাহাকে।

 

অনেকদিন পর ফের একসঙ্গে ফ্রেম শেয়ার করতে দেখা গেল ঋত্বিক ও পাওলিকে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link