Road Accident: ভয়ংকর! দুঃস্বপ্নের মতো! পথদুর্ঘটনায় মারা গিয়েছেন ৮৫৪৩ জন! রাস্তায় বেরোল ঘরে ফেরা অনিশ্চিত?

Soumitra Sen Sat, 04 Jan 2025-1:25 pm,

তবে অন্য একটি সোর্স থেকেও একটু আলাদা তথ্যও মিলেছে। যেমন, ২০১৯ সালের পর থেকে ২০২৪ সালের মধ্যে ৩৫ হাজার মৃত্যু ঘটেছে। 

বাংলাদেশের 'রোড সেফটি ফাউন্ডেশন' এই তথ্য প্রকাশ করেছে। 

ওই সাড়ে পাঁচ বছরের মধ্য়ে কটা দুর্ঘটনা ঘটেছে? ৩২,৭৩৩টি। 

এই সময়পর্বে আহত হয়েছেন মোট ৫৩ হাজার ১৯৬ জন! 

আর এই তথ্য থেকে বেরিয়ে এসেছে এক অন্য ইঙ্গিতও। জানা গিয়েছে, এই সব দুর্ঘটনার অধিকাংশের সঙ্গেই জড়িত একটি বিশেষ যান-- মোটর সাইকেল! 

এই সব দুর্ঘটনার জেরে পথচারীদের মৃত্যুর সংখ্যাটাও কম নয়। মোট ৮৩৫৮ জন পথচারী মারা গিয়েছেন। মারা গিয়েছেন মোট ৫২৬১ জন বাস ড্রাইভার ও সহকারী।   

সম্পূর্ণ ভিন্ন একটি সোর্স থেকে মিলেছে অন্য আর একরকম তথ্য। ২০২৪ সালে দেশ জুড়ে ঘটা মোট ৬৩৫৯টি পথদুর্ঘটনার জেরে মারা গিয়েছেন মোট ৮৫৪৩ জন! না, এগুলি ভারত বা পশ্চিমবঙ্গ বা ভারতের অন্য কোনও রাজ্যের পথদুর্ঘটনার তথ্য নয়। এটি বাংলাদেশের হিসাব। শেষতম এই তথ্যটি জানিয়েছে, বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা 'বাংলাদেশ যাত্রীকল্য়াণ সমিতি' (বিজেকেএস)।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link