Deadly Bus Accident: বীভৎস! মর্মান্তিক! মুখোমুখি ধাক্কা ভয়ংকর গতিশীল দুই মিনিবাসের! মৃত্যু ২৬, আহত ২৮...
ব্রোকৌয়া নামের একটি জায়গায়, আসলে এটি আইভরি অঞ্চলের একটি গ্রাম, সেখানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
এই ২৬ জনের মধ্যে অন্তত ১০ জন আগুনে পুড়ে মারা গিয়েছেন।
স্থানীয় মিডিয়ার তরফে ঘটনার যে ভিডিয়ো সোশ্যালে পোস্ট করা হয়েছে, তাতে দেখা গিয়েছে ধাক্কার পরে দুটি বাস জ্বলছে!
পশ্চিম আফ্রিকার আইভরি কোস্ট খুবই দুর্ঘটনাপ্রবণ একটি অঞ্চল। প্রথমত, এখানকার রাস্তাঘাট ভয়ংকর খারাপ, এর উপর এখানে গাড়ি চলে ভয়ংকর গতিতে। এখানে পথদুর্ঘটনায় বছরে ১০০০ জনের মৃত্যু ঘটে!
গত মাসেই এখানে পথ দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছিল, আহত ছিলেন অন্তত ১০ জন। এ বছরেরই প্রথম দিকে এক ভয়ংকর দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল, ৪৪ জন আহত হয়েছিলেন।
তবে দুর্ঘটনা কমানোর জন্য স্থানীয় প্রশাসন অনেক কিছুই করছে। পথে সিসিটিভি ক্যামেরা বসছে। ১২টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। এরই সঙ্গে জড়িত এখনকার চালকদের লাইসেন্স দেওয়ার বিষয়টিও। একজন চালক কত কম দুর্ঘটনা ঘটাচ্ছেন, সেটার উপর রেটিং করা হচ্ছে।