Kolkata Metro Rail: তৈরি হচ্ছে মেট্রো স্টেশন, আগামী ৭৫ দিন বন্ধ থাকছে কলকাতার এই ব্যস্ত রাস্তা
গড়িয়া থেকে এয়ারপোর্ট ভায়া রাজারহাট যোগ হচ্ছে মেট্রো রেল দিয়ে। ওই লাইনে রুবি পর্যন্ত মহড়া হয়ে গিয়েছে। এবার তৈরি হচ্ছে বাকীটা।
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
চিংড়িঘাটায় তৈরি হচ্ছে স্টেশন। চিংড়িঘাটা থেকে সল্টলেকের দিকে বেঁকেই ফ্লাইওভার যেখানে শেষ হচ্ছে সেখানেই খোঁড়াখুঁড়ি চলছে স্টেশনের জন্যে। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
সকাল বিকেলে প্রবল ব্যস্ত থাকে চিংড়িঘাটা। ফলে কাজে ব্যাঘাত ঘটতে পারে । একথা মাথায় রেখেই করা হচ্ছে যান নিয়ন্ত্রণ। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
শুক্রবার বিকেল থেকে উড়ালপুল থেকে সল্টলেক গামী যানচলাচল বন্ধ থাকছে টানা ৭৫ দিন। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
মেট্রো রেলের জেনারেল ম্যানেজার উদয় কুমার রেড্ডি কলকাতা মেট্রো নির্মাণকারী সংস্থাকে জানিয়ে দিয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যে সচেতন নির্মাণের কাজ শেষ করতে হবে। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল