ট্রেনের নিরাপত্তায় এবার ভারতীয় প্রযুক্তিতে তৈরি রোবট `উস্তাদ`, দেখে নিন ছবি

Wed, 26 Dec 2018-6:21 pm,

যাত্রীদের নিরাপত্তার জন্য উস্তাদের (USTAAD) সাহায্য নিতে চলেছে ভারতীয় রেল। এর ফলে রেলের নিরাপত্তা আরও পোক্ত হবে বলে মত বিশেষজ্ঞদের। 

কে এই উস্তাদ? ভারতীয় রেলের নাগপুর ডিভিশন তৈরি করেছে একটি আধুনিক রোবট। আর সেটির নামকরণ করা হয়েছে উস্তাদ। 

আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের ভিত্তিতে তৈরি USTAAD যাত্রী সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে করা হচ্ছে।  USTAAD-এর মানে ndergear Surveillance Through Artificial Intelligence Assisted Droid। 

কী করবে এই রোবট? ট্রেনের ভিতরের যন্ত্রাংশ পরীক্ষা করতে সক্ষম এটি। আর পরীক্ষার পর সেগুলির স্থিতি জানাবে উস্তাদ। আর উস্তাদের মধ্যে রয়েছে একটি এইচডি ক্যামেরাও। 

এই এইচডি ক্যামেরা ও আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের সহযোগিতায় শুধু ভিডিও বা ফটোই তুলবে না, সঙ্গে সঙ্গে ওয়াইফাইয়ের মাধ্যমে তথ্যও সরবরাহ করতে সক্ষম উস্তাদ।

উস্তাদের মধ্যে রয়েছে একটি এলইডি আলো। তাতে কোচের ভিতর থেকে তথ্য পাঠাতে অসুবিধা হবে না। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link