EXPLAINED | Rohit Sharma | BGT: পিতৃত্বকালীন ছুটি থেকে পারথের অনিশ্চিয়তা! রোহিতের অস্ট্রেলিয়া সফর নিয়ে মেগা আপডেট

Sat, 09 Nov 2024-5:02 pm,

এক-দুই নয় পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হল টিম ইন্ডিয়াকে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে চর্চায় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ হার ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অধিনায়ক রোহিত শর্মার উপস্থিতি!

 

অজিদের বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত। ২২ নভেম্বর থেকে পারথে শুরু ইন্দো-অজি মহাযুদ্ধ। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। শোনা যাচ্ছে ব্যক্তিগত কারণে নাকি রোহিত প্রথম টেস্ট, এমনকী দ্বিতীয় টেস্টও নাও খেলতে পারেন ক্য়াঙারুর দেশে।

 

ভারতীয় দল দু'খেপে অস্ট্রেলিয়া উড়ে যাবে। আগামী রবিবার প্রথম ব্য়াচ উড়ে যাবে ডনের দেশে। জানা যাচ্ছে রোহিত শর্মাও নাকি সেই বিমানে উঠবেন। যদিও তাঁর  পিতৃত্বকালীন ছুটি থেকে পারথের অনিশ্চিয়তা নিয়ে চর্চা তুঙ্গে!

 

এক সর্বভারতীয় সংবাদমাধ্য়ম, রোহিতের অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়ে এক সূত্রকে উদ্ধৃত করে রিপোর্ট করেছে। সেখানে লেখা হয়েছে, 'রোহিত অস্ট্রেলিয়া যাচ্ছে। তবে ওর প্রথম টেস্ট খেলা এখনও নিশ্চিত নয়। আমরা দেখি এরপর কী হয়। ওকে পাওয়া না পাওয়া ব্যক্তিগত বিষয় সাপেক্ষে দেখা হবে।'

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টের পর রোহিতকে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি সাংবাদিকদের বলেছিলেন, 'এই মুহূর্তে আমি নিশ্চিত ভাবে বলতে পারছি না যে যাবই। দেখা যাক কী হয়। ফিঙ্গারস ক্রসড'!  

 

বিসিসিআই অজি সফরের আগে রোহিত-গম্ভীর-আগরকরের সঙ্গে বৈঠক করেছিল। সেই বৈঠকের বিষয়ে, এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রিপোর্ট করেছে। সেখানে বলা হয়েছে, 'ছ'ঘণ্টার ম্যারাথন মিটিং হয়েছে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে হারের পর এটি হওয়ার কথাই ছিল। অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। বিসিসিআই অবশ্যই নিশ্চিত করতে চাইবে যে, দল ট্র্যাকে ফিরছে কীভাবে এবং থিঙ্ক-ট্যাঙ্ক (গম্ভীর-রোহিত-আগরকর) কী ভাবছেন এই নিয়ে।'

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link