EXPLAINED | Rohit Sharma Retirement: `আজ রান নেই বলে...`! অবসর ইস্যুতে বিস্ফোরক হিটম্যান, বোলাররা ভারতকে টেস্টে ফেরালেন

Sat, 04 Jan 2025-10:50 am,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবসর নিচ্ছেন না, জানিয়ে দিলেন রোহিত শর্মা। সিডনি টেস্টের দ্বিতীয় দিনে এক সাক্ষাৎকারে 'হিটম্যান' বলেছেন, 'রান পাচ্ছি না বলে এই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছি। তবে অবসর নিচ্ছি না। ক্রিকেট থেকেও দূরে থাকছি না। দু'মাস বা পাঁচ মাস বাদেও যে রান পাব না, এমন নয়।'

রোহিত আরও বলেন, 'জীবনে প্রচুর ক্রিকেট দেখেছি। এখানে প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতিদিন সবকিছু বদলে যেতে পারে। মাইক হাতে কে কী বলল, পেন বা ল্যাপটপে কে কী লিখল তাতে কিছু বদলাবে না।'

 

হিটম্যানের মতে, 'আমরা কে কখন অবসর নেব, দলের বাইরে থাকব, কে কখন অধিনায়ক হবে সেটা তারা ঠিক করে দেবে না। আমি দুই সন্তানের বাবা। নিজেকে যথেষ্ট পরিণত মানুষ বলেই মনে করি। কোচ (গৌতম গম্ভীর) এবং নির্বাচকের (অজিত আগরকর) সঙ্গে কথা বলেছি। এই টেস্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এমন খেলোয়াড় প্রয়োজন যারা রান করতে পারবে। আমার ব্যাটে এখন রান নেই। তাই সরে দাঁড়িয়েছি।'

সিডনিতে টস জিতে ভারত প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেয়। সেই একই চেনা ভরাডুবি হয় এবারও। ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৮৫ রানে। যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের ওপেনিং জুটির স্কোরবোর্ডে অবদান মাত্র ১১ রান! তিনে নেমে শুভমন করেন মাত্র ২০ রান। ২৫ ওভারের ভিতর ৫৭ রান তুলতে গিয়ে ভারত ৩ উইকেট হারিয়ে ফেলে। 

মিডিল অর্ডারও তথৈবচ- বিরাট কোহলি (১৭), ঋষভ পন্থ (৪০) ও রবীন্দ্র জাদেজা (২৬)! এরপর নীতীশ কুমার রেড্ডি (০), ওয়াশিংটন সুন্দর (১৪) ও জসপ্রীত বুমরা (২২) কিছুক্ষণ ক্রিজে ছিলেন। অজি পেসার স্কট বোলান্ড তুলে নিয়েছেন ৪ উইকেট, মিচেল স্টার্ক পেয়েছেন ৩ উইকেট, কামিন্সের পকেটে আসে ২ উইকেট ও ন্য়াথান লিঁয় পান ১ উইকেট।

 

প্রসঙ্গত, একথা ছড়িয়ে পড়েছিল যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ দিনের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দল থেকে তিনি অবসর ঘোষণা করবেন। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিসিআই শীর্ষ কর্তারা ইতিমধ্যে এই সিদ্ধান্তের বিষয়ে কথা বলেছেন এবং রোহিত তার মত পরিবর্তন করবেন এমন সম্ভাবনাও খুব একটা নেই। 

যদিও ঘোষণার মধ্যে স্পষ্ট করে কোন দিন নির্ধারণ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে যে, সিডনির শেষ টেস্ট ম্যাচের পরে অবসর নেবেন। শোনা যায়, বর্ডার-গাভাসকর ট্রফিতে যদি রোহিত আর রানের মুখ দেখতে না পারেন, তাহলে তিনিও নাকি টেস্ট অবসর নিয়ে ফেলবেন! আর মেলবোর্নে ভারতের প্রথম ইনিংস শেষ হতেই রোহিতের অবসরের দাবি আরও জোরাল হয়। 

 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link