EXPLAINED | Rohit Sharma Retirement: `দলের বোঝা হতে...` এবার অবসরে অধিনায়ক রোহিত শর্মাও! মহাপ্রলয় ভারতীয় ক্রিকেটে...

Wed, 18 Dec 2024-6:07 pm,

৩৮ বছরে 'সাইন অফ' করলেন রবিচন্দ্রন অশ্বিন। আচমকাই মহারথীর অবসরের সিদ্ধান্তে অনেকেই চমকে গিয়েছেন। ভারত-অস্ট্রেলিয়া চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মাঝপথেই ভারতীয় ক্রিকেটের 'আন্না' জানিয়ে দিলেন যে, আন্তর্জাতিক ক্রিকেটের কোনও ফরম্যাটেই তাঁকে আর দেখা যাবে না। ব্রিসবেন টেস্টের শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে পাশে বসিয়ে এই ঘোষণা করেছেন কিংবদন্তি স্পিনার। এই মুহূর্তে বাতাসে আরও একটি খবর ভাসছে, শোনা যাচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফিতে যদি রোহিত আর রানের মুখ দেখতে না পারেন, তাহলে তিনিও নাকি টেস্ট অবসর নিয়ে ফেলবেন!

শেষ ১৩ টেস্ট ইনিংসে রোহিত শর্মা মাত্র ১৫২ রান করেছেন। তাঁর গড় ১১.৮৩! মাত্র একটিই হাফ-সেঞ্চুরি রয়েছে। রোহিতের রানের খরা নিঃসন্দেহে তাঁর টেস্ট ভবিষ্য়ত্‍ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এবার বড় কথা বলে দিলেন সুনীল গাভাসকর। কিংবদন্তির মতে অবসরের কথা ভারত অধিনায়ককে বলে দিতে হবে না।

 

এবিসি স্পোর্টে দেওয়া সাক্ষাত্‍কারে সানি বলেন, 'দেখুন আমার মনে হয় রোহিত নিশ্চিত ভাবেই পরবর্তী কয়েকটি ম্যাচে খেলার সুযোগ পাবে। এটা নিশ্চিত ভাবেই বলা যায়। তবে হয়তো ভারত-অস্ট্রেলিয়া সিরিজের শেষেও যদি ও রান করতে না পারে, তাহলে ও নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলবে। রোহিত খুবই বিবেকবান ক্রিকেটার। সে কখনই দলের বোঝা হতে চাইবে না। ও এমন এক ক্রিকেটার যে ভারতীয় ক্রিকেটের প্রতি গভীরভাবে যত্নশীল, তাই ও যদি পরের কয়েকটি ম্যাচে রান না করে, তাহলে আমি মনে করি রোহিত নিজেই সরে আসবে।'  

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ হারের পর শ্রীকান্তও বলেছিলেন যে, রোহিত অবসর নেবেন। রোহিতের প্রসঙ্গে শ্রীকান্ত বলেছিলেন, 'ভারত যদি অস্ট্রেলিয়ায় ভালো কিছু করতে না পারে, এমনকী রোহিত নিজে যদি ভালো খেলতে না পারে, তাহলে ১০০ শতাংশ ভাবতেই পারি যে, ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে। ও শুধু ওডিআই খেলবে। আগেই রোহিত দেশের জার্সিতে টি-২০ ক্রিকেট ছেড়ে দিয়েছে। মাথায় রাখতে হবে ওর বয়স বাড়ছে, বয়স কিন্তু কমছে না। 

 

ভারত-অস্ট্রেলিয়া চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ফল এখন ১-১‍। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র হয়ে গিয়েছে। সিরিজে ভারতের হাতে আর দুই টেস্ট রয়েছে। ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে, অস্ট্রেলিয়া বিরুদ্ধে চলতি সিরিজের শেষ দু'টি টেস্টের একটিতেও হারতে পারবে না ভারত। একটি ড্র করার অনুমতি আছে। তবে হার কিছুতেই নয়।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link