Rohit Sharma | IND vs BAN: বাংলাদেশ কাঁপবে যে খবরে! প্রায় ১০৯৫ দিন পর ফের ঘটে গেল, ICC রোহিতকে জানাল...
দলীপ ট্রফির (Duleep Trophy 2024) প্রথম রাউন্ড শেষ হতেই আসন্ন ভারত-বাংলাদেশ সিরিজের (India Vs Bangladesh) প্রথম টেস্টের দল ঘোষণা করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। সিরিজ শুরুর ঠিক ৮ দিন আগেই আইসিসি সাম্প্রতিক টেস্ট ক্রমতালিকা জানিয়ে দিল, যেখানে রোহিতের বিরাট উত্থান দেখা গেল।
ভারতের দুই ফরম্য়াটের অধিনায়ক রোহিত। প্রথম পাঁচে রোহিত ফিরলেন প্রায় তিন বছরের মাথায়। ২০২১ সালের সেপ্টেম্বর মাসের পর রোহিতকে দেখা যাচ্ছে এই জায়গায়। বলাই বাহুল্য় বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজে রোহিতের কাছে সুযোগ থাকছে টেস্ট ক্রমতালিকায় এগিয়ে যাওয়ার। বিরাট কোহলি এবং যশস্বী জয়সওয়ালও আইসিসি টেস্ট ক্রমতালিকায় যথাক্রমে ৬ এবং ৭ নম্বরে চলে এসেছেন৷ দেখে নিন ব্য়াটারদের তালিকায় প্রথম দশে যাঁরা
এক নম্বরে ইংল্য়ান্ডের জো রুট (৮৯৯ পয়েন্ট)
দুয়ে কেন নিউ জিল্য়ান্ডের কেন উইলিয়ামসন (৮৫৯ পয়েন্ট)
তিনে কিউয়ি ব্য়াটার ড্য়ারেল মিচেল (৭৬৮ পয়েন্ট)
চারে অজি তারকা স্টিভ স্মিথ (৭৫৭ পয়েন্ট)
পাঁচে ভারত অধিনায়ক রোহিত শর্মা (৭৫১ পয়েন্ট)
ছয়ে ভারতের তরুণ প্রতিভা যশস্বী জয়সওয়াল (৭৪০ পয়েন্ট)
সাতে ব্য়াটিং মায়েস্ত্রো বিরাট কোহলি (৭৩৭ পয়েন্ট)
আটে অজি স্টার উসমান খোয়াজা (৭২৮ পয়েন্ট)
নয়ে পাক উইকেটকিপার-ব্য়াটার মহম্মদ রিজওয়ান (৭২০ পয়েন্ট)
দশ নম্বরে অজি ব্যাটার মারনাস লাবুশেন (৭২০ পয়েন্ট)