শিখর ধাওয়ানের এই এক বদঅভ্যাস! বিরক্ত রোহিত শর্মা
১০১টি ইনিংস জুটি বেঁধে ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা-শিখর ধাওয়ান। রান করেছেন ৪৫৪১। ফলে তাঁদের জুটি নিয়ে কোনও প্রশ্ন ওঠার কথা নয়। কিন্তু শিখর ধাওয়ানের কিছু ব্যাপারে রোহিত শর্মার বিরক্তি রয়েছে। আর সেটা তিনি রাখঢাক না রেখেই বলে দিলেন। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। তার আগে ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন শো-তে গিয়েছিলেন রোহিত-শিখর।
শিখর ধাওয়ানকে পাশে বসিয়েই রোহিত বেশ কিছু কথা তাঁর সম্পর্কে বললেন। রোহিত জানান, শিখরের কোন বদ অভ্যাস তাঁর খারাপ লাগে!
রোহিত বললেন, ব্যাটিংয়ে নামার ঠিক আগে শিখর টয়লেটে যায়। আমি ৫ মিনিট আগে থেকে তৈরি হয়ে থাকতে পছন্দ করি। একটু আগেভাগে উইকেটে গিয়ে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারি যাতে। কিন্তু শিখরের জন্য সেটা হয়ে ওঠে না।
রোহিত সবসময় ফেস করেন। এটা নিয়েও অভিমান রয়েছে তাঁর। রোহিত বলছিলেন, ''ইনিংসের প্রথম বল খেলতে চায় না ও। তাই বাধ্য হয়ে প্রতি ম্যাচেই আমাকেই ফেস করতে হয়। প্রতি ম্যাচে ফেস করতে কার ভাল লাগে!''
রোহিত এমনও জানালেন, বেশিরভাগ সময় মোজা নিয়ে যেতে ভুলে যায় ধাওয়ান। এটা তাঁর মস্ত বদ অভ্যাস। তাই ম্যাচে নামার আগে সতীর্থদের থেকে মোজা চেয়ে নেন শিখর।