যুদ্ধবিধ্বস্তদের পাশে দাঁড়িয়ে ১১০০ কোটি টাকা দিলেন রোনাল্ডো
শান্তিতে রোজা রাখতে পারছে না প্যালেস্তাইনের মানুষ। প্রতিনিয়ত তাদের ওপর হামলা করে চলেছে ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত অবস্থা তাঁদের।
যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইনের মানুষদের পাশে দাঁড়ালেন এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোজার মাসে ইফতারের জন্য তাঁদের ১১০০ কোটি টাকা দিলেন রোনাল্ডো।
জুভেন্টাসের তারকার এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে ফুটবল বিশ্ব।
Cristiano Ronaldo donate $1.5m to Palestine Gaza. Behind every successful person, check out where he pays his homage. You can't reach out to lives in need especially #Orphans & remain the same. You might not have millions to change lives, but a token can put smiles on their faces pic.twitter.com/OWyPRsFJ5M
— ONWADAN'S CHARITY FOUNDATION (@onwa_dan) May 16, 2019
এর আগেও ২০১২ সালের নভেম্বরে পুরস্কার হিসেবে জেতা গোল্ডেন বুট নিলামে তুলে উপার্জিত অর্থ দান করেছিলেন রোনাল্ডো।
দুস্থ শিশু ও অসহায় মানুষদের জন্য সব সময়ই সাহায্যের হাত বাড়িয়ে দেন রোনাল্ডো।