জুভেন্তাসে অনুশীলন শুরু করলেন রোনাল্ডো
# বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে সোমবার প্রথমবার জুভেন্তাসের অনুশীলনে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
# সোমবার বিপুল সংখ্যক জুভে সমর্থক তুরিনে রোনাল্ডোকে স্বাগত জানান।
# সোমবারের অনুশীলনে রোনালদো ছাড়াও যোগ দিয়েছেন গঞ্জালো হিগুয়েইন, পাওলা দিবালা, ডগলাস কস্তা ও হুয়ান কুয়াড্রাডো
# সম্ভবত আগামী ১৮ আগস্ট শিয়েভোর বিরুদ্ধে সিরি-এ তে জুভেন্তাসের হয়ে অভিষেক হবে রোনাল্ডোর।
# জুলাইয়ের শুরুতে ১১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন জুভেন্তাসে যোগ দেন পর্তুগিজ সুপারস্টার।
# রোনাল্ডোর জুভেন্তাসে যোগ দেওয়া সার্বিক ভাবে সিরি-এ লিগের মানও অনেকাংশেই বাড়িয়ে দেবে বলে মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা।