এই নিয়ে টানা তিনবার, মেসিকে হারিয়ে বিশ্বের সেরা ফুটবলার রোনাল্ডো
বছরের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভক্তদের জন্য দারুণ সুখবর। মেসিকে টপকে বিশ্বের সেরা ফুটবলার হিসাবে গ্লোবসকার পুরস্কার পেলেন রোনাল্ডো।
এর আগে ২০১৭ ও ২০১৮-তেও মেসিকে হারিয়ে রোনাল্ডোই এই পুরস্কার জিতেছিলেন। ব্যালন ডি অর ও ফিফা দ্য বেস্ট পুরস্কার না পেলেও শেষ পর্যন্ত একখানা বড় পুরস্কার ঝুলিতে পুরলেন সিআরসেভেন।
কিলিয়ান এমবাপে ও গ্রিজম্যান ছিলেন সেরার তালিকায়। কিন্তু শেষ পর্যন্ত তাঁদেরও হারিয়ে দিলেন জুভেন্তাসের তারকা। ফিফা দ্য বেস্ট ও ব্যালন ডি এর-এর পুর বিশ্বের তৃতীয় গুরুত্বপূর্ণ সেরার পুরস্কার হিসাবে ধরা হয় গ্লোবসকারকে।
রোনাল্ডোর এজেন্ট জর্জে মেন্ডেজ এজেন্ট অফ দ্য ইয়ার হলেন। দুবাইতে রোনাল্ডো ও তাঁর এজেন্ট একই মঞ্চে পুরস্কৃত হলেন।
দিদিয়ের দেঁশ হলেন বর্ষসেরা কোচ। ফ্রান্সের বিশ্বজয়ে দেঁশর ভূমিকা ছিল অনস্বীকার্য।
প্লেয়ার কেরিয়ার পুরস্কার দেওয়া হল ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডোকে।