৫৪,৮৫০ কোটি টাকার মালকিন! দেশের সব থেকে ধনী মহিলাকে চেনেন?
এই মুহূর্তে ৫৪,৮৫০ কোটি টাকার মালিক তিনি। দেশের সব থেকে ধনী মহিলা এখন তিনিই। চেনেন তাঁকে? ইনি রোশনি নাডর।
টেক সংস্থা এইচসিএল-এর কর্ণধার শিব নাডরের একমাত্র মেয়ে রোশনি। তিনিই এখন এইচসিএল-এর চেয়ারপার্সন।
কোটাক ওয়েলথ ও হুরুন ইন্ডিয়া-র সার্ভে বলছে, ২০২০-তে দেশের সবচেয়ে ধনী মহিলা রোশনি। মাত্র ২৮ বছর বয়সে রোশনি এইচসিএল-এর সিইও হন। ২০১৯ সালে রোশনি ৩৬, ৮০০ কোটি টাকার মালকিন ছিলেন।
রোশনির পরেই দেশের ধনী মহিলাদের তালিকায় রয়েছেন বায়োকন-এর কর্ণধার কিরণ মজুমদার। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৬,৬০০ কোটি টাকা।
একটা সময় মিডিয়া জগতেও কাজ করেছিলেন রোশনি। তবে তিনি এইসিএল-এর দায়িত্ব নেওয়ার পর একের পর এক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। যার সুফল পেয়েছে সংস্থাটি।