ইঞ্জিন বদলে গেল Royal Enfield Classic 350-এর, বাড়ল দাম

Thu, 09 Jan 2020-5:12 pm,

Bs6 ইঞ্জিনের Royal Enfield Classic 350 লঞ্চ হল ভারতে। দাম রাখা হয়েছে ১.৬৫ লাখ (এক্স শোরুম, দিল্লি)। BS 4 Classic 350-র থেকে যা কিনা অনেকটাই দামি। 

Bs6 ইঞ্জিনের জন্য আগের মডেল-এর থেকে প্রায় ১২ হাজার টাকা বেশি দাম দিতে হবে ক্রেতাদের। ইতিমধ্যে বুকিং শুরু হয়েছে। 

Royal Enfield-এর তরফে জানানো হয়েছে, ৩১ মার্চ, ২০২০-র আগে তাদের সমস্ত মডেল Bs6 ইঞ্জিনসহ লঞ্চ করবে। 

এতদিনে শেষ পর্যন্ত অ্যালয় হুইলস ও টিউবলেস টায়ারসহ লঞ্চ করবে Royal Enfield Classic 350. তবে আপাতত Stealth Black ও Gunmetal Grey মডেল দুটিই শুধুমাত্র অ্যালয় হুইলস ও টিউবলেস টায়ারসহ পাওয়া যাবে।

Chrome Black, Signals Airborne Blue, Signals Stormrider Sand ও Classic Black-এর ক্ষেত্রে স্পোক উইথ রিম ও অ্যালয় হুইলস, দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link