সব থেকে বেশি বিক্রি হওয়া মোটরসাইকেলের দাম বাড়িয়ে দিল Royal Enfield

Sun, 10 Jan 2021-2:58 pm,

Royal Enfield-এর জনপ্রিয় মডেল ছিল Thunderbird. কিন্তু সেই মডেলের ডিজাইন কিছুটা বজায় রেখে বাজারে এসেছে Meteor 350. এই নতুন মডেল ইতিমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে।

সেমি ডিজিটাল ইনন্সট্রুমেন্ট ক্লাস্টার ও কালার টিএফটি ডিসপ্লে এই মডেল এর বিশেষত্ব। ফায়ারবল, স্টেলর ও সুপারনোভা-এই তিনটি ভ্যারিয়েন্টে বাজারে লঞ্চ করেছে Meteor 350.

গত নভেম্বরে এই মডেল বাজারে এনেছে Royal Enfield. তবে এরই মধ্যে এই মডেল-এর দাম বাড়িয়ে দিল সংস্থাটি।

 

ফায়ারবল, স্টেলর ও সুপারনোভা- তিনটি ভ্যারিয়েন্টের দাম ছিল যথাক্রমে 1.76 লাখ, 1.81 লাখ ও 1.50 লাখ টাকা (এক্স শোরুম)। 

তিনটি ভ্যারিয়েন্টের দাম বাড়ানো হয়েছে। নতুন দাম যথাক্রমে 1.78 লাখ, 1.84 লাখ ও 1.93 লাখ টাকা (এক্স শোরুম)। 

ডিসেম্বর মাসেই Royal Enfield জানিয়েছিল, এই মুহূর্তে Meteor 350-এর বিক্রি সব থেকে বেশি। 

ডিসেম্বর মাসে মোট 68,995টি মোটরসাইকেল বিক্রি করেছে Royal Enfield. তার মধ্যে 63,580টি Meteor 350.

Royal Enfield দাবি করেছে, Meteor 350-তে ভাইব্রেশন অনেকটাই কম হবে। এছাড়া Thunderbird-এর থেকে এটি বেশি শক্তপোক্ত বলেও সংস্থার তরফে দাবি করা হয়েছে।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link