ভারি মোটরসাইকেলের দিন শেষ! হালকা-পাতলা মডেল আনছে Royal Enfield
সবেমাত্র মোটরসাইকেল চালাতে শুরু করেছেন, এমন বাইকারদের জন্য এবার হালকা-পাতলা মোটরসাইকেল আনার কথা ভাবছে Royal Enfield. নতুন মডেল প্রস্তুত করার জন্য ইতিমধ্যে সংস্থাটি কাজ শুরু করে দিয়েছে বলে খবর।
কম ওজনের মডেল মহিলা বাইকারদেরও পছন্দ হবে বলে মনে করছে সংস্থাটি। বাজার চলতি মডেলগুলির থেকেও অনেকটা কম ওজনের মডেল আনছে Royal Enfield.
J1C কোড-নেমে নতুন মডেল প্রস্তুত শুরু করেছে সংস্থাটি। গত মাসেই 650cc-র নতুন ফ্ল্যাট ট্র্যাক মোটরসাইকেল এনেছে Royal Enfield.
ভারি মোটরসাইকেলের কি তবে দিন শেষ! ভারি ও মজবুত মডেল প্রস্তুত করার জন্যই রয়্যাল এনফিল্ড-র এত নামডাক! সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লাসিক, থান্ডারবার্ড, হিমালয়ান-এর মতো মডেলগুলি তো থাকছেই। তবে হালকা মডেলের বাইকও গ্রাহকদের পছন্দ হবে বলে নিশ্চিত তারা।
নতুন হালকা পাতলা মডেলে সামনে ১৯ ইঞ্চি ও পিছনে ১৭ ইঞ্চি চাকা থাকতে পারে বলে জানা গিয়েছে। তবে এখনও সরকারিভাবে সেই মডেলের কোনও ছবি প্রকাশ করেনি সংস্থাটি।