সেনার সম্মানে জবরদস্ত বাইক লঞ্চ করল এনফিল্ড, দেখে নিন খুঁটিনাটি

Wed, 29 Aug 2018-10:10 pm,

ভারতীয় সেনার সঙ্গে এই বাইকের সম্পর্ক ৬৫ বছর। সেই উপলক্ষে ক্লাসিক সিরিজের নতুন বিশেষ এডিশনের বাইক প্রকাশ করে সেনাকে সম্মান জানাল রয়্যাল এনফিল্ড। দুটি রঙে মিলছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ সিঙ্গলস এডিশন। 

ভারতীয় সেনার সঙ্গে এই বাইকের সম্পর্ক ৬৫ বছর। সেই উপলক্ষে ক্লাসিক সিরিজের নতুন বিশেষ এডিশনের বাইক প্রকাশ করে সেনাকে সম্মান জানাল রয়্যাল এনফিল্ড। দুটি রঙে মিলছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ সিঙ্গলস এডিশন। 

ভারতীয় সেনাবাহিনীর থেকে অনুপ্রেরণা নিয়ে মডেলটি তৈরি করা হয়েছে বলে দাবি সংস্থার। 

এনফিল্ড ক্লাসিক ৩৫০ সিঙ্গলস এডিশনের দাম (এক্স শো রুম, চেন্নাই) ১.৬১ লক্ষ টাকা। সাধারণ ৩৫০ রয়্যাল এনফিল্ড বাইকের চেয়ে এর দাম মোটামুটি ১৫০০০ টাকা বেশি পড়ছে। 

ক্লাসিক সিঙ্গলস ৩৫০-এ ডুয়েল চ্যানেল এবিএস (অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম) থাকছে। এই প্রথম ভারতে ডুয়েল চ্যানেল এবিএস দিচ্ছে রয়্যাল এনফিল্ড। 

রয়্যাল এনফিল্ডের এই মডেলে বেশ কিছু কসমেটিক পরিবর্তন দেখতে পারবেন আপনি। এক্সক্লুসিভভাবে বাইক বিক্রি করা হবে বলে খবর। বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে দিয়েছে।

ক্লাসিক সিঙ্গলস ৩৫০-এ ডুয়েল চ্যানেল এবিএস (অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম) থাকছে। এই প্রথম ভারতে ডুয়েল চ্যানেল এবিএস দিচ্ছে রয়্যাল এনফিল্ড। ভারত সরকারের নয়া নীতি অনুযায়ী, ২০১৯ সাল থেকে ১২৫ সিসির বেশি মোটরবাইকে এবিএস থাকা আবশ্যক।

এই মডেলে বেশ কয়েকটি পরিবর্তন রয়েছে। একেবারে সেনাবাহিনীর ওয়ান সিটার বাইকের লুক। রাস্তায় মানুষের চোখ টানবেই। 

৩৫০ সিঙ্গলস এডিশনে ৩৪৬ সিসি, সিঙ্গল সিলিন্ডার, এয়ারকুল ইঞ্জিন রয়েছে বাইকে। বাইকে ৫ স্পিড গিয়ারবক্স রয়েছে। রয়েছে ২৮ নিউটন মোটর টর্ক জেনারেটর। সাসপেনশনের জন্য ৩৫এমএস ফ্রন্ট টেলিস্কোপিক ফর্কস।

বাইকে রয়েছে ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক। রয়েছে সোনালি ও সবুজ ফিনিশিংয়ের মেটালের রয়্যাল এনফিল্ড ব্যাজ।    

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link