কবে বেরোবে RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পরীক্ষার ফল?
৬০ হাজার পদে নিয়োগের জন্য সম্প্রতি হওয়া পরীক্ষার ফল ঘোষণা করতে চলেছে রেল। ২০১৮-র ফেব্রুয়ারিতে বিজ্ঞপ্তি জারি হয়েছিল এই পরীক্ষার। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদে প্রায় ৬০ হাজার নিয়োগের কথা ঘোষণা করেছিল রেল। সেজন্য পরীক্ষা দেন কয়েক লক্ষ চাকুরিপ্রার্থী। তার পর থেকে শুরু হয়েছে ফল প্রকাশের অপেক্ষা। ফল কবে বেরোতে পারে সম্প্রতি তার আভাস মিলেছে।
আরআরবি-র তরফে নির্দিষ্ট করে কিছু জানানো না হলেও সূত্রের খবর, চলতি মাসের শেষেই প্রকাশিত হবে পরীক্ষার ফল। একটি সূত্রের দাবি, ৩০ অক্টোবর প্রকাশিত হতে পারে ফল।
বলে রাখি, সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড পরীক্ষার আগে বিভিন্ন সার্কেলের ওয়েবসাইটে প্রকাশিত হবে ফল। তাই পরীক্ষার ফল জানতে নজর রাখুন আরআরবির ওয়েবসাইটে। সেখানেই জানা যাবে সেকেন্ড স্টেজ পরীক্ষার দিনক্ষণ।
জানা গিয়েছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদের জন্য ১০ লক্ষ প্রার্থীর নাম ঘোষণা করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ৯ - ৩১ অগাস্টের মধ্যে এজন্য প্রথম দফার কম্পিউটার বেসড টেস্টের আয়োজন করেছিল রেল।